Thursday, August 28, 2025

সারা দেশের মধ্যে কলকাতার রাস্তা সব থেকে নিরাপদ! রিপোর্ট কেন্দ্রের

Date:

শহর কলকাতার রাস্তাঘাট দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। ভারতের সমস্ত শহরগুলির মধ্যে কলকাতার রাস্তাকে সবচেয়ে নিরাপদ বলে সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট বলছে, দেশের সব বড় বড় শহরের মধ্যে কলকাতার রাস্তা সবথেকে বেশি নিরাপদ। তথ্য পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনায় সবথেকে কম মৃত্যুর হার কলকাতার রাস্তাতেই। ৫৩টি বড় শহরের নিরিখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

তবে রিপোর্টে অবশ্য কলকাতার রাস্তার নেতিবাচক তথ্য ও তুলে ধরা হয়েছে। সেখানে হয়েছে, কলকাতার রাস্তায় মদ্যপান করে গাড়ি চালানোর হার উদ্বেগজনক।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে ৫৩টি শহরের মধ্যে সব থেকে কম সংখ্যক মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার রাস্তায়। কলকাতায় ১ লক্ষ মানুষের মধ্যে ২.৩ শতাংশর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

সেখানে রাজধানী শহর দিল্লিতে ১ লক্ষ মানুষের মধ্যে ২৭.৭ শতাংশ এবং মুম্বইয়ে ৫০.২ শতাংশ মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গত বছর। যা কি না শতাংশের বিচারে কলকাতার থেকে অনেকটাই বেশি।

২০১৮ সালে কলকাতার রাস্তায় ৭৩৪টি পথ দুর্ঘটনা হয়েছিল। ২০১৯ সালে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ২৬৭টি। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কলকাতার রাস্তায় গত বছর ৭১টি পথ দুর্ঘটনা হয়েছে বলেও রেকর্ডে উল্লেখ রয়ছে।

আরও পড়ুন- পিএম কেয়ার্সে স্বচ্ছতা প্রমাণে উদ্যোগ, মোদির দানের খতিয়ান পিএমও-র

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version