Thursday, May 15, 2025

BREAKING: মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী নির্মল মাজি

Date:

Share post:

মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে গুরুতর অসুস্থ হয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ভর্তি রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। তাঁকে কার্ডিয়োলজি বিভাগে রাখা হয়েছে। চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণেই রয়েছেন মন্ত্রী। তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে খবর, আগামী সোমবার তাঁর মাথার অস্ত্রোপচার করা হতে পারে। তবে আগামী দু-তিন দিন তাঁকে ওষুধ দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। তারপরেই সবদিক দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে, মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। জ্ঞান রয়েছে তাঁর। কথাও বলছেন টুকটাক। ইতিমধ্যেই হৃদরোগ, নিউরোলজিস্ট, নিউরো সার্জেন, এন্ডোক্রিনোলজিস্টদের দিয়ে ৮ সদস্যের এক মেডিকেল টিম গঠন করা হয়েছে তাঁর জন্য। সেই দলের সদস্যরা ইতিমধ্যেই একদফা বৈঠক সেরেছেন। তারপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আগে মন্ত্রীর করোনা পরীক্ষা-সহ বাকি সব বিষয়গুলি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন নির্মল মাঝি। কিন্তু বিশেষ গুরুত্ব দেননি। নিয়মিত কাজকর্মের পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার তদারকিও করছিলেন। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপরেই তড়িঘড়ি করে তাঁকে ভর্তি করা হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে। সেখানে সিটি স্ক্যান করার পরেই ধরা পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি। বিআইএন সূত্রের খবর, মস্তিষ্কে সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে মন্ত্রী নির্মল মাঝির। অর্থাৎ মস্তিষ্কে একটি জায়গা থেকে রক্তক্ষরণ ও সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। সেই কারণেই দ্রুত মন্ত্রীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img

Related articles

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...