Monday, August 25, 2025

BREAKING: মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী নির্মল মাজি

Date:

মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে গুরুতর অসুস্থ হয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ভর্তি রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। তাঁকে কার্ডিয়োলজি বিভাগে রাখা হয়েছে। চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণেই রয়েছেন মন্ত্রী। তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে খবর, আগামী সোমবার তাঁর মাথার অস্ত্রোপচার করা হতে পারে। তবে আগামী দু-তিন দিন তাঁকে ওষুধ দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। তারপরেই সবদিক দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে, মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। জ্ঞান রয়েছে তাঁর। কথাও বলছেন টুকটাক। ইতিমধ্যেই হৃদরোগ, নিউরোলজিস্ট, নিউরো সার্জেন, এন্ডোক্রিনোলজিস্টদের দিয়ে ৮ সদস্যের এক মেডিকেল টিম গঠন করা হয়েছে তাঁর জন্য। সেই দলের সদস্যরা ইতিমধ্যেই একদফা বৈঠক সেরেছেন। তারপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আগে মন্ত্রীর করোনা পরীক্ষা-সহ বাকি সব বিষয়গুলি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন নির্মল মাঝি। কিন্তু বিশেষ গুরুত্ব দেননি। নিয়মিত কাজকর্মের পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার তদারকিও করছিলেন। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপরেই তড়িঘড়ি করে তাঁকে ভর্তি করা হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে। সেখানে সিটি স্ক্যান করার পরেই ধরা পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি। বিআইএন সূত্রের খবর, মস্তিষ্কে সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে মন্ত্রী নির্মল মাঝির। অর্থাৎ মস্তিষ্কে একটি জায়গা থেকে রক্তক্ষরণ ও সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। সেই কারণেই দ্রুত মন্ত্রীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version