Monday, November 10, 2025

উস্কানি-হিংসা-ঘৃণা ছড়াচ্ছে এই বিজেপি নেতা! নিষিদ্ধ করলো ফেসবুক

Date:

সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যেমন অনেক ভাল কিছু হচ্ছে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে অসৎ উদ্দেশে মানুষে মানুষে হানাহানি তৈরি করছে একশ্রেণীর লোকেরা। যা নিয়ে গোটা বিশ্বের মতো আমাদের দেশেও ভুরিভুরি অভিযোগ। এবার নড়েচড়ে বসেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিটা পোস্ট-এর মনিটরিং শুরু করেছে তারা। কোনও পোস্ট সমাজে নেতিবাচক প্রভাব ফেললেই তা সরিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে কোনও ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করছে ফেসবুক। বিশেষ করে, “হেট স্পিচ” নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মার্ক জুকারবার্গের সংস্থা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এমনই পদক্ষেপের অঙ্গ হিসেবে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগে ব্যান করল।

সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে “হেট স্পিচ” নিয়ে সম্প্রতি দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। তাই এবার ফেসবূুক কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে হিংসা বা ঘৃণা ছড়ানোর চেষ্টা করলে কাউকেই রেয়াত করা হবে না।

কংগ্রেস-সহ দেশের বিরোধী শিবির অভিযোগ করেছিল, ফেসবুক বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারের কাজ করছে। সেই অভিযোগ খণ্ডন করতেই বিজেপির বিধায়ককে নিষিদ্ধ করে অবস্থান স্পষ্ট করল ফেসবুক। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন আগেই জানিয়েছিলেন, যে কোনও পরিস্থিতিতে নিরপেক্ষ থাকাটাই তাঁদের সংস্থার মূলমন্ত্র। তবুও ফেসবুকের বিরুদ্ধে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করছিল বিরোধী শিবিরগুলি।

এদিকে বিজেপি শিবিরের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে, ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ রয়েছে। আর তাই এদেশে কংগ্রেসকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিচ্ছে ফেসবুক। আর এই সবের মধ্যে বিজেপি বিধায়ককে ব্যান করার মাধ্যমে ফেসবুক বুঝিয়ে দিল তারা সঠিক পথেই হাঁটছে।

আরও পড়ুন- রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লক্ষ ৭০ হাজার

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version