Sunday, January 11, 2026

শিখ দাঙ্গায় সাজাপ্রাপ্ত সজ্জন কুমারের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় সাজাপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারের জামিনের আর্জি শুক্রবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

এদিন শীর্ষ আদালতে সজ্জন কুমারের তরফে সওয়ালে আইনজীবী বিকাশ সিং বলেন, গত ২০ মাস ধরে বন্দি আছেন ৭৪ বছরের সজ্জন কুমার। বার্ধক্যজনিত কারণে এবং অন্যান্য শারীরিক অসুস্থতায় তাঁর ১৬ কেজি ওজন কমে গিয়েছে৷ এখনই হাসপাতালে রেখে
তাঁর উন্নত চিকিৎসা দরকার৷ দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী এইচ এস ফুলকা৷ তিনি সজ্জন কুমারের জামিনের বিরোধিতা করে বলেন, হাসপাতালে ইতিমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে গিয়েছেন তিনি।

সওয়াল শেষে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, “এটা কোনও ছোট মাপের মামলা নয়। এখনই আবেদনকারীর জামিন মঞ্জুর করা সম্ভব নয়। এই আর্জি খারিজ করা হলো।’’ পাশাপাশি প্রধান বিচারপতি বলেন,
“নথিতে দেখা যাচ্ছে সজ্জন কুমারের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে, এমন কথা কোথাও বলা নেই। ফলে আর তাঁর হাসপাতালে থাকারও প্রয়োজন নেই ।”

প্রসঙ্গত, ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় দিল্লির রাজনগরে একই পরিবারের ৫ জনের খুনের ঘটনায় সজ্জন কুমারের নামে অভিযোগ দায়ের হয়৷ সেইসময় সজ্জন কুমার ছিলেন রাজনগরের সাংসদ । ১ নভেম্বর ওই এলাকার এক গুরুদ্বারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাতেও তাঁর নাম জড়ায়। ২০১৩ সালে নিম্ন আদালতে রেহাই পান তিনি৷ কিন্তু ২০১৮ সালে দিল্লি হাইকোর্ট তাঁকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দেয়৷ এই শাস্তির পর থেকেই বন্দি আছেন সজ্জন কুমার৷ তবে দিল্লি হাইকোর্টের ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি৷ কিন্তু মহামারি পরিস্থিতিতে আদালতের কাজকর্ম বন্ধ থাকায় ওই আর্জির এখনও শুনানি হয়নি। এদিন শীর্ষ আদালত বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এই আর্জির শুনানি হবে৷

আরও পড়ুন : BREAKING : NEET-JEE পরীক্ষা স্থগিতের ৬ রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...