BREAKING : NEET-JEE পরীক্ষা স্থগিতের ৬ রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

NEET, JEE পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে বাংলা-সহ ৬ রাজ্যের তরফে দাখিল করা রিভিউ পিটিশন শুক্রবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট৷ বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ এই আর্জি খারিজ করে জানিয়েছে, এই আবেদনের কোনও সারবত্তা নেই। এই রিভিউ পিটিশনের শুনানি এজলাশে নয়, বিচারপতির চেম্বারে হয়েছে৷

বিরোধী শাসিত ৬ রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের ৬ ক্যাবিনেট মন্ত্রী এই আবেদন দাখিল করেছিলেন। দাখিল করা এই রিভিউ পিটিশনে মূলত JEE-NEET ২০২০ পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানানো হয়৷ পিটিশনে বলা হয়েছিলো, ১৭ আগস্টের রায়, JEE-NEET পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং জীবনের অধিকার সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে। গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট JEE-NEET পরীক্ষা গ্রহণ করার পক্ষেই রায় ঘোষণা করেছিলো৷ সেই রায়েরই রিভিউ-র আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক-সহ ৬ রাজ্যের ক্যাবিনেট স্তরের মন্ত্রীরা৷ শুনানির পর বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ জানিয়েছে, এই আবেদনের কোন সারবত্তা নেই৷ এই মন্তব্য করেই খারিজ করে দেন রিভিউ পিটিশন ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ১৭ আগস্টের আদেশের প্রেক্ষিতেই গত ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে JEE পরীক্ষা শুরু হয়ে গিয়েছে৷ আগামী ১৩ সেপ্টেম্বর NEET অনুষ্ঠিত হবে৷

আরও পড়ুন : ৭৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পারেনি : মুখ্যমন্ত্রী

Previous articleBREAKING: আইপিএল খেলবেন না হরভজন সিং
Next articleদরজা খুললেও ভক্তদের জন্য বন্ধ তারকেশ্বরের গর্ভগৃহ