দরজা খুললেও ভক্তদের জন্য বন্ধ তারকেশ্বরের গর্ভগৃহ

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের দরজা। শুক্রবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্দির খোলার বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় তারকেশ্বর মঠে পুরোহিত মণ্ডলী, পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান, বিডিও, প্রদর্শক মণ্ডলী ও স্থানীয় ব্যবসায়ীরা বৈঠকে বসেন। আলোচনার পর সহমতের ভিত্তিতে পুণ্যার্থীদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা সংক্রমণ রুখতে লকডাউন ও সরকারি নির্দেশে ধরে বন্ধ রাখা হয় তারকেশ্বর মন্দির। অবশেষে ৫ মাস পর খুলল তারকেশ্বর মন্দির। সংক্রমণ রোধে সতর্কতায় ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বড় পাইপের মাধ্যমে জল ঢালছেন ভক্তরা। তারকেশ্বর মঠের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে,
• ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দিরের ৩টি গেট পর্যায়ক্রমে খোলা হবে।
• প্রত্যেক পুণ্যার্থীকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে।
• দুর্গাপুজো পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
• পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে আগের নিয়ম চালু হবে।
• প্রায় পাঁচ মাস পরে মন্দির খোলার খবরে খুশির হাওয়া তারকেশ্বরবাসীর মধ্যে।

আরও পড়ুন : “গণতন্ত্র বাঁচাও” কর্মসূচি থেকে হুঙ্কার দিলীপের! কী বললেন তিনি?

Previous articleBREAKING : NEET-JEE পরীক্ষা স্থগিতের ৬ রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Next articleভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে দুর্যোগ