সুনীল দেওধরকে মনে আছে? @Sunil deodhar. ত্রিপুরায় যিনি মাটি কামড়ে পড়ে থেকে বাম জমানার অবসান ঘটিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন। আরএসএস সংগঠক। বিজেপির সম্পাদক। সেই সুনীল জানাচ্ছেন, তাঁর ফেস বুক পেজে ফলোয়ারের সংখ্যা ৬০ লক্ষ অতিক্রম করে গিয়েছে। রেকর্ড গড়ে নিজেই সবাইকে ধন্যবাদ দিয়ে আবার একটি পোস্ট করেছেন সুনীল।

দেখুন ভিডিও-

আরও পড়ুন : রাজভবনের ৫ কর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি রাজ্যপালের কার্যালয়ের
