Tuesday, November 4, 2025

লাদাখ সীমান্তে চিত্রটা অন্য। সংঘর্ষের আবহ। দুই দেশের সংঘাতের ফলে ভারতে বন্ধ হয়েছে চীনা পণ্য। আর এই পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনা । পাহাড়ি রাজ্যে পথ হারিয়ে ফেলেছিলেন ৩ চিনা নাগরিক। ভারতীয় সেনারা উদ্ধার করলেন তাঁদের।

আরও পড়ুনঃপ্রতিদ্বন্দ্বী-নিকেশ অভিযানে নেমেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তাল বিশ্ব

ঠিক কী ঘটেছিল?

শুক্রবার উত্তর সিকিমে পথ হারিয়ে ফেলেন তিন চিনা নাগরিক। তাঁদের মধ্যে একজন মহিলা ছিলেন। রাস্তা যেখানে শেষ হচ্ছে তার নিচে বিশাল খাদ । সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় তাঁদের বিভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করতে দেখে সাহায্য করতে এগিয়ে যায় ভারতীয় সেনা জওয়ানরা। তাঁদের শুধু সঠিক রাস্তা বাতলে দিয়েই চলে আসেনি সেনা জওয়ানরা। অতিরিক্ত উচ্চতায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওই তিন পর্যটকের।

আরও পড়ুনঃলাদাখের পর অরুণাচলপ্রদেশে নজর চিনের, সংঘাতের উস্কানি দিতে ছক

তড়িঘড়ি তাঁদের জন্য খাবার, জল এবং শীতের হাত থেকে বাঁচাতে উপযুক্ত পোশাকের ব্যবস্থা করে ভারতীয় জওয়ানরা। ওই অবস্থায় যাতে তাঁদের আর কোনও কষ্ট না হয় তাই খানিকক্ষণ বিশ্রামের জায়গা করে দিয়েছিলেন জওয়ানরাই। শ্বাসকষ্ট থেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জওয়ানরা ব্যবস্থা করেন অক্সিজেন সিলিন্ডারও। পরে তাঁদের বাড়ি ফেরার রাস্তাও দেখিয়ে দেন তাঁরা। এমনকী, গাড়ির যান্ত্রিক সমস্যাও ঠিক করে দেন জওয়ানরা।

আরও পড়ুনঃভারত-চিন সীমান্ত সংঘাতে ফের মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প  

আরও পড়ুনঃলাদাখ সমস্যা জিইয়ে রাখতে দায়ী চিন, স্পষ্ট জানাল ভারত
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তিন চিনা নাগরিকের প্রাণ সংশয় হতে দেখেই ঝাঁপিয়ে পড়ে জওয়ানরা। সব ভুলে চিনা নাগরিকদের সহায়তায় এগিয়ে আসে তাঁরা। ভারতীয় জওয়ানদের ধন্যবাদ জানাতেও ভোলেননি ওই চিনা নাগরিকরা। সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মাঝে ভারতীয় জওয়ানদের এই কাজে প্রশংসা করেছে গোটা বিশ্ব।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version