Saturday, August 23, 2025

কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন মৎস্যজীবী

Date:

দুজনে মিলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন জঙ্গলে। কিন্তু আর ফেরা হল না। সুন্দরববনে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের কর্মীরা। ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে ।

সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দুই মৎসজীবি। 30 বছর বয়সী বাবুলাল রপ্তান এবং সঙ্গী কিনারা মন্ডল। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি বাঘ আক্রমণ করে বাবুরামকে। তাকে মুখে করে জঙ্গলে নিয়ে যায়। তার সঙ্গী জানিয়েছেন, আজ সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি গ্রাম থেকে একটি নৌকা নিয়ে দুজনেই মিলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে চিলমারী খালে ঢুকে ছিলেন। বাবুরাম নদীতে নামার আর সুযোগ পাননি। নৌকা থেকে বাবুরামকে টেনে নিয়ে যায় বাঘ। চোখের সামনে প্রাণহানি হয় ওই মৎস্যজীবীর। ঘটনার সময়ে নৌকায় ছিলেন কেনারাম। এই ঘটনায় কেনারাম চিৎকার করে উঠলে , পাশের খাড়িতে কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীরা তার সেই চিৎকার শুনে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। সবার মিলিত প্রচেষ্টায় বাঘের মুখ থেকে বাবুলালের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মৎস্যজীবীকে শেষবারের মতো দেখার জন্য কুমিরমারি গ্রাম ভেঙে পড়ে। স্ত্রী, এক পুত্র এবং বৃদ্ধ মাকে নিয়ে তিনি ওই গ্রামে থাকতেন । অভাবের সংসারে জঙ্গলে কাঁকড়া ধরেই তাদের সংসার চলত বলে জানা গিয়েছে। আজকের এই হঠাৎ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র রোজগেরের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারটি।

আরও পড়ুন- রাজ্যের অনুরোধে সায় মেট্রো কর্তৃপক্ষের, NEET পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৩ তারিখ চলবে মেট্রো

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version