ভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর

ফের বলিউডে ভাইরাসের কোপ পড়ল। এবার আক্রান্ত হলেন অভিনেতা অর্জুন কাপুর। চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত হোম আইসলেশনে আছেন তিনি। আক্রান্ত হওয়ার খবর রবিবার নিজেই জানিয়েছেন অভিনেতা। এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অর্জুন লিখেছেন, ” আমি ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার উচিৎ সবাইকে এটা জানানো। চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে আছি। ভরসা রাখি এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আমরা সবাই জিতব।” যদিও ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ নেই বলেই তিনি জানিয়েছেন। একইসঙ্গে তাঁর শুভানুধ্যায়ীদের আগাম ধন্যবাদ দিয়েছেন অর্জুন কাপুর। তাঁর শারীরিক অবস্থার খবর নিজেই দেবেন অভিনেতা।

আরও পড়ুন- আমি নির্দোষ, কাউকে ভালবাসার জন্য গ্রেফতার হতেও তৈরি : রিয়া