এবারের আইপিএল-এর সূচি শেষপর্যন্ত প্রকাশ করলো আইপিএল কমিটি । আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। সবার নজর এখন আইপিএলে দিকে। কঠোর নিয়মবিধি মেনে প্রত্যেকটি দলের ক্রিকেটাররা প্রস্তুত মাঠে নামার জন্য ।
