Friday, December 19, 2025

করোনা-যোদ্ধা ও সফল পড়ুয়াদের সম্মান প্রদর্শন কাঁকুড়গাছিতে

Date:

Share post:

উত্তর কলকাতার প্রাচীন ক্রীড়া, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন ‘কাঁকুড়গাছি অভিযান ক্লাব’ রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মান জানায়। একইসঙ্গে এই অনুষ্ঠানে মহামারি পরিস্থিতিতেও মানুষের কাছে সবরকম খবর পৌঁছে দিয়ে সামাজিক দায়িত্ব পালন করার জন্য কয়েকজন সাংবাদিককে বিশেষ স্বীকৃতি জানানো হয়৷ সংগঠনের সচিব রঞ্জিত দে জানিয়েছেন, সাংবাদিক শুভাশিস ঘটক, জে সাগর, দেবাশিস দাস, শ্রাবনী গুপ্ত, সুব্রত রায়, পরিতোষ দুবে, বুদ্ধদেব ঘোষ, সুকুমার মিত্র, দীপঙ্কর নাগকে ‘করোনা যোদ্ধা’ সম্মানে সম্মানিত করা হয়েছে৷ এছাড়াও শিক্ষক দিবস উপলক্ষে স্থানীয় কয়েকজন শিক্ষক এবং করোনা আবহে ঝুঁকি নিয়ে কাজ করা কয়েকজন পরিবহন কর্মী, সিভিক পুলিশ এবং গত ২৬ মার্চ, লকডাউনের মধ্যেই এক অসহায় রোগীর প্রাণ বাঁচাতে নিজের রক্ত দেওয়া সিভিক পুলিশ কর্মী দেবোপম বল-কে বিশেষ সম্মান জানানো হয়েছে৷ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা এলাকার ৪ জন বাসিন্দাকেও এদিন তাঁদের লড়াইয়ের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়েছে৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল৷ সংগঠনের গৌতম সোম চৌধুরি, মনোজ দত্ত, সোহম শিকদার, অভীক দাস, বলাকা দাশগুপ্ত, রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, অলক রায়ের ঐকান্তিক চেষ্টায় অনুষ্ঠান পরিবেশ মনোরম হয়ে উঠেছিলো।সংগঠনের তরফে রঞ্জিত দে এদিন বলেন, করোনা- কালে ক্লাবের সদস্যরা টানা ৪৫ দিন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দো-বেলা রান্না করা খাবার তুলে দিয়েছে৷ বিসি রায় শিশু হাসপাতালে আসা রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে৷ মানুষকে সচেতন করতে বাজারে নিরাপদ দূরত্ব-সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে রাস্তায় নেমেছে । ক্লাবের তৈরি মাস্ক তুলে দিয়েছে সাধারণ মানুষের হাতে৷

আরও পড়ুন- ফের জট, “ব্যাকডোর লাইসেন্সিং” নিয়ে বিতর্কে ইস্টবেঙ্গল

 

 

spot_img

Related articles

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...