লাদাখ নিয়ে কথা হতে পারে ভারত -চিন বিদেশমন্ত্রীর

চিনের অনড় মনোভাবের কারণে সীমান্তে জটিলতা অব্যাহত। সেনাস্তরের আলোচনা সফল না হওয়ায় লাদাখ পরিস্থিতি নিয়ে এবার চিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সূত্রের খবর, চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে মস্কোয় বৈঠক হতে পারে তাঁর। সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন জয়শঙ্কর। তখনই দুই বিদেশমন্ত্রীর মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুনঃলাদাখের পর অরুণাচলপ্রদেশে নজর চিনের, সংঘাতের উস্কানি দিতে ছক

প্রসঙ্গত, লাদাখ সীমান্তে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে গত বৃহস্পতিবার মস্কোয় চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফাং-এর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রায় আড়াই ঘণ্টার সেই বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের অভিমত, প্রকাশ্যে চড়া সুর বজায় রাখলেও দু’পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। সেই সূত্রেই এবার দুদেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হতে পারে।

 

Previous articleফের এনসিবি জেরা রিয়ার, আজ কী হবে?
Next articleবিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ধর্মান্তরকরণ, আদালতের দ্বারস্থ তরুণী