Thursday, August 21, 2025

ভাঙড়ে ফুল-মিষ্টি সহযোগে পুরোনো কর্মীদের মান ভাঙিয়ে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক তৃণমূলের

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে শাসক দলে সক্রিয় রাজনৈতিক নেতা-কর্মীদের যোগদানের হিড়িক।

বিরোধী শিবির থেকে যেমন নেতা-কর্মীদের দলে টানার প্রক্রিয়া চলছে, ঠিক একইভাবে দলের পুরোনো দিনের অনেক নেতা-কর্মী, যাঁরা বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়েছিলেন, তাঁদেরও সক্রিয় করার কাজ চলে ঘাসফুল শিবিরে। বিশেষ করে দীর্ঘ বাম জমানায় যাঁরা সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, খারাপ দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, পরিবর্তনের সৈনিক ছিলেন, তাঁদের সম্মান প্রদর্শন করা হলো। অভিমানী নেতা-কর্মীদের কাছে টেনে নেওয়া হলো।

দক্ষিণ ২৪ পরগণার গোটা ভাঙড় বিধানসভা কেন্দ্রজুড়ে একটি চা-চক্র অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের পুরোনো সৈনিকদের সক্রিয় করা হলো। সম্মান প্রদর্শন হিসেবে এই কর্মীদের ফুল-মিষ্টি সহযোগে বুকে টেনে নিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দীর্ঘদিন অভিমানে বসে থাকা নেতা-কর্মীদের দলীয় নকশার উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।

মূলত, তৃণমূলের জেলা পরিষদ সদস্য নান্নু হোসেনের উদ্যোগে যাঁরা এতদিন ব্রাত্য ছিলেন তাঁদেরকে সঙ্গে নিয়ে আগামীদিনে সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন নান্নু হোসেন। অভিমানীরা কর্মীরাও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন উদ্যমে দলের হয়ে কাজ করার শপথ নিলেন ভাঙড়ে।

আরও পড়ুন- মানুষকে পাশে নিয়ে বিধানসভায় বুথে বুথে কর্মীদের লিড বাড়ানোর নির্দেশ অনুব্রতর

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...