Saturday, January 31, 2026

ইবি-র অভিযানই সার, রাজ্যে আলুর দম চড়ছেই

Date:

Share post:

ইবি-র অভিযানই সার৷ ক্রেতাদের বক্তব্য, এসব অভিযান লোক দেখানো ৷

রাজ্য সরকারের বেঁধে দেওয়া দাম’কে বুড়ো আঙুল দেখিয়ে চড়াদরেই বিক্রি হচ্ছে আলু৷

আরও পড়ুনঃআলুর অস্বাভাবিক দামবৃদ্ধি ইস্যুতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক

পাইকারি বা খুচরো, রাজ্যের কোনও বাজারেই
আলুর দাম কমেনি৷ কলকাতার খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪-৩৫ টাকা কেজি দরে৷ অথচ রাজ্য সরকার গত সপ্তাহে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও হিমঘর মালিকদের প্রতিনিধিদের সঙ্গে নবান্নের বৈঠকে বলেছিলো, হিমঘর থেকে বের হওয়ার পর আলুর দাম ২২ টাকায় নামিয়ে আনতে হবে৷ সরকার জানায়, ২২ টাকায় আলু বের করলেও ভালো লাভ থাকছে। কারণ এবার ১১-১৩ টাকায় কেনা আলু হিমঘরে ঢুকেছিল। হিমঘরের ভাড়া ও অন্যান্য খাতে সব মিলিয়ে খরচ পড়ছে ৫ টাকার মতো।
সরকারের এই নির্দেশ পাত্তাই দিচ্ছেন না পাইকারি বা খুচরো আলু ব্যবসায়ীরা৷ সরকারের এই লাভের হিসেব মানতে রাজি নন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, আলুর দাম কী হবে, সেটা বাজারের চাহিদা-জোগানের ভিত্তিতে ঠিক হবে। ফলে সরকারি ব্যর্থতায় চড়া দামেই আলু কিনতে হচ্ছে ক্রেতাদের৷ আলু ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় অনেক কম পরিমাণ আলু এবার হিমঘরে রাখা হয়েছিল। হিমঘর থেকে আলু বের করার হার এবার বেশি। কারণ বাজারে চাহিদা বেশি। সরকারি হিসাব, রাজ্যের হিমঘরগুলিতে এখনও প্রায় ২৯ লক্ষ টন আলু রয়েছে, যা আগামী নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত রাজ্যের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। এই অবস্থায় ভিন রাজ্যে কী পরিমাণ আলু আগামী দিনে যাবে, তার উপর আলুর দাম নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী কয়েকটি রাজ্য, বিহার, অসম, ঝাড়খণ্ড, ওড়িশায় আলুর ফলন কম। ফলে রাজ্য থেকে ওইসব রাজ্যে আলু সরবরাহ করা হয়। ভিন রাজ্যে পাঠালে লাভ বেশি হওয়ায় ব্যবসায়ীরা এতেই উৎসাহী। সরকারের পক্ষেও সরাসরি ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দেওয়া সম্ভব নয়। ফলে রাজ্য আলুর দাম রোজই চড়া হচ্ছে৷

আরও পড়ুনঃ২৫ টাকা আলুর দাম বেঁধে দেবে সরকার! লকডাউনের আগে যা ছিল ১৫টাকা!

 

spot_img

Related articles

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...