Saturday, November 1, 2025

দেশের অর্থব্যবস্থার গতি আনার জন্য আরও গবেষণা প্রয়োজন, বার্তা রাষ্ট্রপতির

Date:

গবেষণার ক্ষেত্রে আরও জোর দিতে হবে। জাতীয় শিক্ষানীতি নিয়ে সম্মেলনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বার্তা দেন কেন্দ্রকে। এদিনের ভার্চুয়াল সম্মেলনে রাষ্ট্রপতি সাফ জানিয়েছেন, দেশের অর্থব্যবস্থার গতি আনার জন্য গবেষণা প্রয়োজন। তথ্য দিয়ে তিনি বলেন, মোট জিডিপি- র ২.৪ শতাংশ গবেষণা খাতে ব্যবহার করে আমেরিকা, ৪.২ শতাংশ দক্ষিণ কোরিয়া, ৪.৩ শতাংশ ইজরায়েল। সেখানে গবেষণার ক্ষেত্রে ভারতে মাত্র ০.৭ শতাংশ জিডিপি ধার্য করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্যগুলিকে গবেষণার ক্ষেত্রে আরও উৎসাহ দেওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি।

এদিন রামনাথ কোবিন্দ বলেন, “পড়ুয়াদের সঙ্গে সাহিত্য এবং সংস্কৃতির পরিচয় করাতে হবে। মহাত্মা গান্ধী লেখাপড়া নিয়ে যে বৈজ্ঞানিক দিক দেখিয়েছিলেন সেটা শিক্ষানীতিতে প্রয়োগ করা হয়েছে। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে এসেছে পাঠদানের অনুমতি দেওয়া হবে। রাষ্ট্রীয় অনুসন্ধান ফাউন্ডেশন তৈরি করা হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে হাত মিলিয়ে কাজ করতে হবে। ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম তৈরি করা হচ্ছে। এনইটিএফ এর মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্রে পরামর্শ দেওয়া হবে।

একইসঙ্গে রাষ্ট্রপতি এদিন বলেন, “তক্ষশীলা, নালন্দা, বিক্রমশিলার থেকে অনুপ্রেরণা নিয়ে উচ্চশিক্ষার প্রসার ঘটাচ্ছে কেন্দ্র। উচ্চশিক্ষার জন্য ক্লাস্টার তৈরি করা হবে।শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। শিক্ষানীতি প্রয়োগ করতে গেলে কেন্দ্র এবং রাজ্যের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। যেসব ক্ষেত্রে শূন্যপদ আছে, সেই সব শূন্যপদে যোগ্য লোক নিয়োগ করতে।” ভারতকে নলেজ হাব বানানোর জন্য রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন- ২৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করুন, রাজ্যগুলিকে বার্তা মোদির

 

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version