Wednesday, December 17, 2025

ঠাণ্ডা পড়ে গেল! সেপ্টেম্বরের লকডাউনে জবুথুবু দার্জিলিং

Date:

Share post:

কিশোর সাহা

ভাদ্র মাসেই ঠাণ্ডা পড়ে গেল! সেপ্টেম্বরের প্রথম লকডাউনেই এমন ছবি দেখা গেল কুইন অফ হিলসে।

৭ সেপ্টেম্বর, সোমবার ঘুম স্টেশনে দেখা গেল হু হু করে ঠাণ্ডার ছবি। গরম বলতে একমাত্র টয় ট্রেনের ইঞ্জিনের ধোঁয়া।

বস্তুত, এটাই সেপ্টেম্বরের প্রথম লকডাউনের ছবি দার্জিলিঙের। কনকনে বাতাস বইছে শৈলশহরে। ভারী জ্যাকেট পরে লোকজন ঘুরছেন পখে পথে। দার্জিলিঙের ম্যাল টু বাতাসিয়া লুপ, ঘুম রেল স্টেশন টু টাইগার হিল, সব রাস্তাতেই স্রেফ উৎসাহী লোকজনের আনাগোনা। তার বাইরে কেউ নেই।

সোমবার সকালের কথাই ধরা যাক। সাতসকালেই দার্জিলিং শহর থেকে ঘুমের উদ্দেশে বেরিয়েছিলেন সোনম ডুপকা। তাঁর গন্তব্য হল টাইগার হিল। সেখানে কী পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন দার্জিলিঙের একটি কলেজর অধ্যাপক সোনম। কিন্তু, মাঝরাস্তায় জানতে পারেন, জোড়বাংলোর পরে আর যাওয়া যাচ্ছে না। কারণ, উপরে নাকি তুমুল বৃষ্টি হচ্ছে।
অগত্যা, সোনম দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুম স্টেশনে নেমেছেন। সেখান লকডাউনের জন্য ট্রেনের আনাগোনাব নেই। তবে কু-ঝিকঝিক ইঞ্জিন সচল রাখার জন্য রেলকর্মীরা পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। সোনম জানান, সেটা দেখতে গিয়েই বিকেল গড়িয়ে যায়। পরে সন্ধ্যায় সোনমরা দার্জিলিঙে কলেজের ক্যাম্পাসে ফেরেন।

এদিন লকডাউনে সকাল থেকেই শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে বৃষ্টির জন্য জনজীবন বিপর্যস্ত ছিল। তার মধ্যেই পুলিশের কড়াকড়ি। সব মিলিয়ে মহালয়ার আগের সপ্তাহে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে লকডাউউনে আম-জনতা ছিল সন্ত্রস্ত।

ঘটনা হল এটাই যে আপাতত কেউই চাইছেন না লকডাউন আরও হোক। কারণ, সকলেই বুঝে গিয়েছেন, করোনার সঙ্গে লড়াই করেই বাকি জীবনটা চালাতে হবে।

আরও পড়ুন : নিউ নর্মালের জের, পৃথিবীর দু’প্রান্তে বসে বিবাহ-বিচ্ছেদের মামলা জুমে

spot_img

Related articles

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...