অক্টোবরেই মুখ্যসচিব আলাপন, স্বরাষ্ট্র সচিব সুনীল গুপ্ত ? জল্পনা

‘বিশ্ব বাংলা সংবাদ’-এ প্রকাশিত খবর মিলতে চলেছে।

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সেপ্টেম্বরের শেষ দিনেই অবসর নেবেন৷ পরবর্তী মুখ্যসচিব কে, তা নিয়ে আলোচনা চলছে৷ কারন,একুশের শুরুতে বিধানসভা ভোট হতে পারে রাজ্যে৷ ফলে মুখ্যসচিব নিয়োগের বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে রাজ্য প্রশাসনকে।

আইএএস মহল প্রায় নিশ্চিত পরবর্তী মুখ্যসচিব হিসেবে সরকার বেছে নিতে পারে বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে৷ এই মুহুর্তে তিনিই সিনিয়র।এই সরকারের আমলেই কিছু দিনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বও সামলেছিলেন তিনি।
আলাপনবাবু মুখ্যসচিব হলে ২০২১-এর মে মাস পর্যন্ত ওই পদে থাকবেন৷ মে মাসের মধ্যে বিধানসভা ভোটও মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ পরবর্তী মুখ্যসচিব পদের অন্যতম দাবিদার আলাপন বন্দ্যোপাধ্যায়ই।

আলাপনবাবু মুখ্যসচিব হলে স্বরাষ্ট্র সচিব পদে নতুন মুখ আনতে হবে। ভোটের সময়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব কে থাকবেন, তা নিয়েও প্রশাসনিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকের ধারণা, পরবর্তী স্বরাষ্ট্রসচিব হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন রাজ্যের বর্তমান কৃষিসচিব সুনীল গুপ্ত। ১৯৮৭-র ব্যাচের আইএএস সুনীল গুপ্ত দীর্ঘদিন রাজ্যের CEO বা মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন৷ কমিশনের কাজের ধরন এবং সরকারের সঙ্গে কমিশনের সমন্বয়ের বিষয়টি তাঁর জানা৷ তাই নির্বাচনের আগে তাঁর সেই অভিজ্ঞতা সরকার কাজে লাগাতে চাইবে। সে কারনেই এগিয়ে সুনীল গুপ্ত৷ সুনীল গুপ্ত ছাড়াও ভূমি ও ভূমি সংস্কার দফতরের সচিব মনোজ পন্থের নামও এই পদের জন্য বিবেচনায় আছে৷ তবে মনোজ পন্থ তুলনায় অনেকটাই জুনিয়র অফিসার৷ আছে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নামও। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

Previous articleBreaking: লাদাখ সীমান্তে গুলি বিনিময়। চিনকে মুখের উপর জবাব ভারতের।
Next articleকোয়ারেন্টিনে একসঙ্গে থাকতে থাকতে দেহরক্ষীর প্রেমে হাবুডুবু পামেলা অ্যান্ডারসন!