Friday, May 9, 2025

নিজেরা গুলি চালিয়ে দায়ী করছে ভারতকে! ফের চিনের মিথ্যাচার ফাঁস করল সেনা

Date:

ফের চিনের নির্জলা মিথ্যা ফাঁস। নিজেদের বদমায়েশি ভারতের ঘাড়ে চাপাতে সোমবার মধ্যরাত থেকে নাটক শুরু করে শি জিনপিং সরকার। বলা হয়, প্যাংগং সো-র দক্ষিণে গুলি চালিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার বেলায় সেই মিথ্যা অভিযোগ সপাটে খারিজ করল ভারত।

ঘটনার সূত্রপাত হল কীভাবে? সোমবার মধ্যরাত থেকে হঠাৎ সীমান্ত পরিস্থিতি নিয়ে কাঁদুনি গাওয়া শুরু করে চিন। প্যাংগং সো সংলগ্ন এলাকা নিয়ে অভিযোগ তোলে চিনের লাল ফৌজ। চিনের সেনাবাহিনী দাবি করতে থাকে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি অতিক্রম করে চিনের সীমানায় ঢুকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।চিনের জিনপিং সরকারের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ সোমবার গভীর রাতে দাবি করে, শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো-র দক্ষিণ তীরে ভারতীয় সেনা ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে। লাল ফৌজের ওয়েস্ট থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে এবিষয়ে উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদপত্র। শুধু তাই নয়, তাদের দাবি, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত গুলিও চালিয়েছে। চিনের অভিযোগ সামনে আসার পরই ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলতে থাকেন, কোনও প্ররোচনা ছাড়া ভারত একতরফা সক্রিয়তা দেখিয়েছে বা গুলি ছুড়েছে এটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনাও স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভারতীয় সেনা নয়, বরং ৪৫ বছর পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়েছে পিপলস লিবারেশন অার্মি। সোমবার রাতে লাল ফৌজের জনা চল্লিশ সদস্য প্যাংগং অঞ্চলে এলএসি পেরোনোর মরিয়া চেষ্টা চালায়, প্ররোচনা ছড়াতে গুলিও ছোঁড়ে। কিন্তু ভারতীয় সেনারা তাদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে। নিজেদের পাপ ঢাকতে তারা মিথ্যা গল্প বানিয়ে দুনিয়াকে বোকা বানাতে চাইছে।

প্রসঙ্গত, গত মাসের শেষ থেকেই লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ অংশে নতুন করে সমস্যা শুরু হয়েছে। তবে সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৪-এর একটি গুরুত্বপূর্ণ এলাকাও দখল করে নেয় ভারতীয় সেনা। তাতে গাত্রদাহ বেড়েছে চিনের। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলটি এখন ভারতের দখলে। দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত বিরোধে সহিষ্ণুতার নীতি নিয়ে চলেছে। কিন্তু চিনের বেআইনি আগ্রাসনের মুখে ভারতীয় সেনাও এখন প্রতি পদক্ষেপে পাল্টা দিতে ছাড়ছে না। আর এতেই অস্বস্তি ও উষ্মা বাড়ছে চিনের। তা ঢাকতে ভুল তথ্য প্রচার করছে জিনপিং সরকার। গুলি ছোঁড়ার মিথ্যাচারও চিনের সেই ভারত বিরোধী প্রোপাগান্ডারই অংশ।

আরও পড়ুন : অপহরণে হাত নেই, অরুণাচল চিনেরই, চিনা দাবিতে নয়া বিতর্ক

Related articles

পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ড্রোন হামলা প্রতিহত, প্রেস বিবৃতিতে জানালো ভারতীয় সেনা

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন (Ceasefire Violation) করে সীমান্তের লাগাতার আক্রমণ করে চলেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার...

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত আজ 

ভারত -পাকিস্তান সংঘর্ষের আবহে জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কী হতে চলেছে আইপিএল-এর (IPL 2025) ভবিষ্যৎ, সিদ্ধান্ত...

রবি দুই দশমিক শূন্য : প্রেম আপডেট

দীপ্র ভট্টাচার্য২০২৫ সাল। সবাই এখন ইনস্টাগ্রাম, রিলস, টিন্ডার আর ব্লুটিকের জগতে বুঁদ হয়ে আছে। এমন সময় এক সকালে...

আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে জোড়াসাঁকো থেকে বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি-কবিবন্দনা

আজ পঁচিশে বৈশাখ। বাঙালির গর্বের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস (Rabindranath Tagore birthday) উপলক্ষে রাজ্যজুড়ে কবিবন্দনা।...
Exit mobile version