Tuesday, November 4, 2025

দু’বছর পর পিপির বাড়িতে বেড়াতে এসেছে তিন্নি। ১২ বছরের তিন্নির পছন্দ ভাজাভুজি। কিন্তু ডিম ছাড়া তিনি আবার কিছুই খান না।রুমিলার মাথায় হাত। আদরের ভাইঝিকে কী খাওয়াবেন?  ভাবতে ভাবতেই ফোন আর্শিকে। হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। রান্নাটা ওর প্যাশন। তার পরামর্শেই রুমিলা করে ফেললেন এগ ফিঙ্গার। রইল রেসিপি।

উপকরণ- ডিম, স্বাদমতো নুন, গোলমরিচ, মিহি আদা কুঁচি, কর্নফ্লাওয়ার, ময়দা, চিলি ফ্লেক্স, ব্রেড ক্রাম্ব

প্রণালী- চার-পাঁচটা ডিম ভেঙে একটি পাত্রে ভালো করে ফেটিয়ে নিন। দিন স্বাদমতো নুন। আদা কুঁচি, গোল মরিচ গুঁড়ো মেশান। এবার মিশ্রনটা টিফিন বক্সে ভাপিয়ে নিন। আবার কড়াইতে সামান্য জল দিয়ে তারওপর  কোনও পাত্রে ফেটানো ডিম দিয়ে ঢাকা দিলেও ভাপানো হয়ে যাবে।

জিনিসটা দেখতে কিছুটা কেকের মতো হবে। এবার ভাপানো ডিমগুলো হাতের আঙুলের মতো সরু করে কেটে নিন।একটি পাত্রে নিন একচামচ কর্নফ্লাওয়ার ও ময়দা। তার সঙ্গে নুন ও চিলি ফ্লেক্সে মিশিয়ে নিন। আর একটি পাত্রে একটি ডিম ফেটিয়ে নিন। আর একটি প্লেটে রাখুন ব্রেড ক্রাম্ব।

আরও পড়ুন : লেবানিজ নাইটে রাত হোক মধুর!

এবার ডিমের টুকরো গুলো ময়দা ও কর্নফ্লাওয়ার মাখিয়ে ডুবিয়ে দিন গুলে রাখা ডিমে। সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্ব মাখান ভালো করে। আবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখান। ফিশ ফিঙ্গারের মতো শেপ দিন। তারপর ডিপ ফ্রাই করে নিন। বাইরে থেকে বোঝার উপায় থাকবে না এটা ফিশ নয়, এগ ফিঙ্গার। পরিবেশনের সময় দিন কাসুন্দ বা মেয়োনিজ ডিপ।

আরও পড়ুন : আনলক পর্বে উইকএন্ডে চলুন গড় পঞ্চকোট

আর তিন্নি কিন্তু তার পিপির হাতে ডিম ফিঙ্গার খেয়ে কথা দিয়েছিল ছ’মাসে একবার আসবে পিসির বাড়ি।আর তাতেই খুশি রুমিলাদেবী।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version