Thursday, August 28, 2025

কর্মীদের বিক্ষোভের মুখে মঞ্চ ছেড়ে ‘পালালেন’ রেলমন্ত্রী

Date:

গিয়েছিলেন রেলের অনুষ্ঠানে। কিন্তু সেখানেই কর্মচারীদের বিক্ষোভের জেরে কার্যত পালিয়ে গেলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার, রাতে লখনউর রেলওয়ে স্টেডিয়াম চারবাগে রেলওয়ে মেনস ইউনিয়নে ৭০তম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন রেলমন্ত্রী। তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখনই মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল কর্মচারী। ‘রেলমন্ত্রী মুর্দাবাদ’ স্লোগানে শোরগোল পড়ে যায়।
পেনশন স্কিম, ন্যূনতম বেতনের হার, সাপ্তাহিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবিতে সরব হন রেলকর্মীরা। উদ্যোক্তারা মাইক হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। শুধু তাই নয়, রীতিমতো মঞ্চে উঠে পীযূষ গোয়েলের সামনে গিয়ে তাঁরা প্রতিবাদ জানান। দেহরক্ষীরা কোনরকমে ঘিরে ফেলেন রেলমন্ত্রীকে। তারপর সেখান থেকে চলে যান পীযূষ। কোনওরকমে গাড়িতে উঠে একেবারে সোজা এয়ারপোর্ট।

কিন্তু এখানে দুটি প্রশ্ন দেখা দিয়েছে, এক রেলমন্ত্রীর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব যেখানে মঞ্চে রয়েছেন, সেখানে কর্মচারী হলেও কীভাবে একেবারে মঞ্চে উঠে বিক্ষোভ দেখাতে পারলেন প্রতিবাদীরা?
একইসঙ্গে বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, কেন পালিয়ে গেলেন রেলমন্ত্রী। কর্মীদের দাবি-দাওয়া, ক্ষোভ-বিক্ষোভ শুনে কেন সেখানেই তিনি তাঁদের আশ্বস্ত করতে পারলেন না। এটাকে রীতিমতো তাঁর ব্যর্থতা হিসেবে দেখছে বিরোধীরা। তবে এই বিষয় নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বা রেলমন্ত্রকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন- সম্পূর্ণ বেসরকারিকরণ হচ্ছে রেল? ভাইরাল নিউজ ঘিরে জল্পনা

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version