Breaking: শুভ্রজিৎ কাণ্ডে মিডল্যান্ড হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানা

শুভ্রজিৎ কাণ্ডে মিডল্যান্ড হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। রেফার চক্রে মৃত্যু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের। ছেলের অকাল মৃত্যুর বিচার চেয়ে স্বাস্থ্য কমিশনে দ্বারস্থ হয়েছিলেন তাঁর মা-বাবা। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছিলেন তাঁরা

বৃহস্পতিবার শুনানিতে, মিডল্যান্ড হাসপাতালকে ভর্ৎসনা করেছে স্বাস্থ্য কমিশন। ৭ দিনের মধ্যে হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য কমিশন প্রশ্ন করেছে, কেন সাদা কাগজে লিখে দেওয়া হলো কোভিড পজিটিভ? কেন কোনও চিকিৎসার ব্যবস্থা না করে বাইরে ফেলে রাখা হলো রোগীকে? ৩ সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে।

Previous articleআদালতের নির্দেশ অনুযায়ী পরীক্ষা হবে, ছাত্রদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী
Next articleফের নিম্নচাপ, উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দু’দিন