দেশভক্তি-রবীন্দ্রভক্তি লোক দেখানো, কেন্দ্রকে কটাক্ষ পার্থর

বিশ্বভারতীতে পৌষমেলার পাঁচিল ভাঙার ঘটনা প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, এতদিন কেন বিশ্বভারতীতে গুন্ডারাজ হয়নি? নোবেল চুরিতে সিবিআই তদন্তের ফল কী? শিক্ষামন্ত্রী বলেন, “বিজেপির দেশভক্তি-রবীন্দ্রভক্তি লোক দেখানো।” একইসঙ্গে জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা থেকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত মাসে বিশ্বভারতীতে পৌষমেলার পাঁচিল ভাঙা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে শান্তিনিকেতনে। এমনকী স্বয়ং উপাচার্য রবীন্দ্রনাথকে ‘বহিরাগত’ বলে মন্তব্য করেছেন। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” রবীন্দ্রনাথকে নিয়ে আর নাই বা কথা বললেন। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা থাকলে তাঁর ভাষাকে ধ্রুপদী ভাষা থেকে বঞ্চিত করতেন না। আমরা চাই বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া হোক। আরও বেশি রবীন্দ্রচর্চা হোক। সংবিধান গত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রবীন্দ্রনাথের বাংলাকে ধ্রুপদী ভাষায় স্থান দেওয়া হয়নি। তাই রবীন্দ্রনাথের নাম নিয়ে চিৎকার করে লাভ নেই। রবীন্দ্রনাথের স্বপ্নের বাংলাকে ধ্বংস করা হচ্ছে।”

Previous articleফের নিম্নচাপ, উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দু’দিন
Next articleBreaking: ড্রাগ কন্ট্রোলের নোটিশের পর ভারতে আপাতত অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত