নিয়ম-নীতির তোয়াক্কা না করে আর মসজিদ নির্মাণ নয় : হাসিনা

খায়রুল আলম, ঢাকা

দুর্ঘটনা এড়াতে যেকোনও নির্মাণের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাপ্তি  ভাষণে তিনি  একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কারণ, মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। সেই লাইনের উপর কোনও নির্মাণের অনুমোদন ছিল না। আর জায়গাটিও কোনও মসজিদ কমিটির নয়। এইভাবে অননুমোদিত, অপরিকল্পিতভাবে নির্মাণ করার ফলে দুর্ঘটনা ঘটে এবং  অকারণে   কতগুলো জীবন ঝরে গেল।”   প্রধানমন্ত্রী আরও  বলেন, “ভবিষ্যতে কেউ যদি কোনও নির্মাণ করেন, সেক্ষেত্রে নিয়ম নীতি মেনে করবেন, যাতে এই ধরণের দুর্ঘটনায় আর আমাদের পরতে না হয়।”

গত শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে দমকল   কর্মীদের  ধারণা। ওই ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গুরুতর আহত  আরও সাতজন এখনও চিকিৎসাধীন। তাদের প্রত্যেকের  অবস্থাই আশঙ্কাজনক  বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

Previous articleআনন্দপুরকাণ্ড: মুখোমুখি বসিয়ে জেরা নির্যাতিতা-অভিযুক্তকে
Next article৩ বছরের শিশুকন্যাকে নিয়ে তিনতলার ব্যালকনি থেকে “ঝাঁপ” মহিলার! তারপর?