Thursday, August 21, 2025

‘দলবদলের প্রশ্নই নেই’, একুশে তৃণমূল- উৎখাতের ডাক শুভ্রাংশুর

Date:

Share post:

“দলবদলের কোনও প্রশ্নই নেই, ২০২১-এ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতেই বিজেপিতে যোগ দিয়েছি, সেই কাজই করবো”৷

বঙ্গ-বিজেপির ‘আমার পরিবার, বিজেপির পরিবার’-এর ফেসবুক লাইভে অংশ নিয়ে এমনই মন্তব্য বিজেপি বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের। তিনি বলেছেন, “বাবা মুকুল রায় ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। তারপরেও ২ বছর আমি তৃণমূলে ছিলেন। সেই সময় নানা অপমান সহ্য করতে হয়েছে। আমাকেই বলা হয়েছে ‘মুকুল রায় গদ্দার’৷ এসব অপমানের জবাব দিতেই পরে বিজেপিতে যোগ দিয়েছি। যারা তাঁর বাবাকে গদ্দার বলেছেন, তাদের বাংলা ছাড়া করা হবে”।

এই লাইভ অনুষ্ঠানে শুভ্রাংশু রায় বলেন,

◾আমি দেখেছি, তৃণমূলের জন্য মায়ের সোনা বন্ধক দিয়ে বাবা মুকুল রায় সেই টাকা দলের জন্য খরচ করেছিলেন৷ কাজ মিটে যাওয়ার পর বাবাকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আমাকেও সরিয়ে দেওয়া হয়েছে৷
◾এমন একটা সময় ছিলো, বর্তমান মুখ্যমন্ত্রী জন্য আমার মা রাত জেগে রান্নাও করেছেন।
◾বিধায়ক হওয়ার পর নিজের এলাকায় একটি আইটিআই এবং পলিটেকনিক তৈরির চেষ্টা শুরু করেছিলাম৷ কেন্দ্রের টাকায় পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আইটিআই কলেজ তৈরির কাজ শুরুও হয়। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর দুটির কাজই থমকে গিয়েছে। বিধায়ক তহবিলের অর্থ খরচের জন্য, জেলাশাসকের দফতরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও, তা পুরসভায় পাঠানো হয় না। মানুষের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য সিসিটিভি পর্যন্ত লাগাতেও দেওয়া হচ্ছে না।
◾চেয়ার কোনওদিনই স্থায়ী হয় না৷ আজ আমি যে চেয়ারে বসছি, আগামীকাল অন্য কেউ সেখানে বসবেন। পরদিন আবার অন্য কেউ। এমনই হয়৷
◾আমার বিজেপিতে যোগদানের অন্যতম কারণ হলেন বাবা। আমি ছোটবেলায় ঠাকুমার মুখে রামায়ন, মহাভারত শুনেছি৷ তখন থেকেই জানি, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন বাবার কথা রাখতে।
◾আমি দলবদল করছি বলে পরিকল্পমাফিক অপপ্রচার চলছে৷ আমি বিজেপিতেই আছি এবং থাকবো৷

আরও পড়ুন : পূর্ব বর্ধমানে কবরস্থানের জন্য জমি দান মুখোপাধ্যায়দের

spot_img

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...