করোনায় ভারতে ফের একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড! সংখ্যা চোখ কপালে তুলবে

প্রতীকী ছবি।

দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এই মুহূর্তে ব্রাজিলকে টপকে আক্রান্তের নিরিখে বিশ্বের দু’নম্বর দেশ ভারত। ভারতের আগে শুধু আমেরিকা।

এবার শেষ ২৪ ঘন্টায় ফের রেকর্ড হারে সংক্রমণ দেখল দেশ। এই ২৪ ঘন্টায় দেশজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত ৯৬ হাজার ৫৫১ জন। এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১২০৯ জনের। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক তাদের বুলেটিনে আরও জানিয়েছে, সংখ্যার বিচারে দেশজুড়ে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন, ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৫ জন। এরমধ্যে ৯ লক্ষ ৪৩ হাজার ৪৮০ জন রোগী চিকিৎসাধীন। সুস্থ হয়ে উঠেছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৪ জন। দেশজুড়ে করোনার বিচারে মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের।

আরও পড়ুন : আয়ুষ্মান ভারত লাগু না করায় পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে সুপ্রিম নোটিশ

Previous articleমা- বাবাকে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন দুই তরুণ-তরুণী
Next article‘দলবদলের প্রশ্নই নেই’, একুশে তৃণমূল- উৎখাতের ডাক শুভ্রাংশুর