Saturday, August 23, 2025

নিট নিয়ে তুঙ্গে প্রস্তুতি, নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

নিট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট। এই পরীক্ষা নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোনও পরীক্ষার্থীর উপসর্গ থাকলে তাঁকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে। পরবর্তীকালে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জন্য ফের পরীক্ষার আয়োজন করা হবে।

এদিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা হবে। ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবারই একপ্রস্থ পরীক্ষাকেন্দ্রে স্যানিটাইজেশনের কাজ হয়েছে। ক্লাসরুম গুলিও স্যানিটাইজ করা হয়। আজ, শনিবারও এই কাজ হবে বলে জানা গিয়েছে। ছাত্রদের সুরক্ষা নিয়ে একাধিক নিয়মের কথার বলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারা জানিয়েছে –

◼️ পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি ছাত্রছাত্রীরা যে চেয়ারে টেবিলে পরীক্ষা দেবেন, সেটাও স্যানিটাইজ করতে হবে।

◼️প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রাখতে হবে নির্দিষ্ট আইসোলেশন রুম।

◼️ পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে।

◼️ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন তখন তাদেরকে পরীক্ষা কেন্দ্র থেকেই মাস্ক দেওয়া হবে।

◼️কোনও পরীক্ষার্থীর তাপমাত্রা ৯৯.৪ ডিগ্রির বেশি হয়, তাহলে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে।

◼️ প্রত্যেকটি ক্লাস রুমে ছাত্রছাত্রীদের মধ্যে বসার ক্ষেত্রে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

◼️ এক একটি ক্লাস রুমে সর্বোচ্চ ১২ জন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করতে হবে।

◼️ সকাল ১১ টার পর থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন।

আরও পড়ুন : শিক্ষানীতি নিয়ে রাজ্যের অভিযোগ ভিত্তিহীন, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...