Friday, August 22, 2025

ফের সায়ন্তনের নজিরবিহীন “ভাষা সন্ত্রাস”! পাল্টা দিলেন তৃণমূল নেতা

Date:

একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করতে “ভাষা সন্ত্রাস”র ঝুলি নিয়ে ফের মাঠে নেমে পড়লেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ, শনিবার বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেখানে তিনি নজিরবিহীন ভাষায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। যা উস্কানিমূলক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ডেপুটেশন কর্মসূচি থেকেই পুলিশ ও তৃণমূলকে উদ্দেশ করে কার্যত হুমকি দিলেন বিজেপি নেতা। সায়ন্তনের কথায়, “বিজেপির কার্যকর্তা মার খেয়ে বিড়ালের মতন ফোন করছেন কেন? বাঘের মত কাজ করছেন না কেন? পুলিশ ক্রিমিনালদের ধরছে না তো কি হয়েছে? আপনারা ধরে পিঠে একটু আদর করে দিন। আর নুন-লঙ্কা বাটা ছড়িয়ে থানার সামনে ফেলে দিয়ে চলে যান। এমন মার মারুন, যেন চোদ্দোপুরুষ বিজেপির দিকে চোখ তুলে তাকাতে না পারে!”

সায়ন্তনের এমন উস্কানিমূলক মন্তব্যের পরই তার কড়া জবাব দিতে দেরি করেননি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। তৃণমূল নেতা পাল্টা দিয়ে বলেন, “ওখানে বিজেপি কর্মীদের প্ররোচনা দিয়েছে সায়ন্তন। বিজেপি কর্মীদের বলছেন তৃণমূল কর্মীদের হাত ভেঙে, নুন-লঙ্কা গায়ে ছড়িয়ে দিন। এখন তৃণমূল কর্মীরা যদি বিজেপি কর্মীদের হাত, পা, কোমর সব ভেঙে নুন-লঙ্কার সঙ্গে হলুদ-জিরে গুঁড়ো মিশিয়ে দেয়, তখন কেমন লাগবে? একবার ভেবে দেখেছেন সায়ন্তন বসু?”

আরও পড়ুন- জাস্টিস ফর রিয়া: বঙ্গকন্যার ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে বিক্ষোভ কংগ্রেসের

দুই নেতার এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জেলার তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version