Sunday, November 16, 2025

জন্মদিনেও বারাকপুরে অনাদরে বিভূতিভূষণ, পরে তৃণমূল নেতার উদ্যোগে মাল্যদান

Date:

সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২৭তম জন্মদিন। টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বারাকপুরে তাঁর বসতবাড়ির মতোই অবহেলায় পড়ে মূর্তি। এদিনও প্রশাসনিক তরফে সেটাকে পরিষ্কার করে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর কোনও উদ্যোগ দেখা দেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজে হাতে মূর্তি পরিষ্কার করে মালা দেন বারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। বারাকপুরে লালকুঠি ওভারব্রিজের তলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি রয়েছে। বারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্তের বিধায়ক তহবিলের তরফ থেকে সেটি স্থাপন করা হয়। রক্ষণাবক্ষেণের দায়িত্ব বারাকপুর পুরসভার।

কিন্তু অভিযোগ, মূর্তি স্থাপন করেই দায় সেরেছেন সকলে। ধুলোয় অনাদরে ছিল বিভূতিভূষণের মূর্তি। জন্মদিনে ধুলোমাখা মূর্তির দিকে নজর দেওয়ার সময় হয়নি কারও।বিভূতিভূষণ বারাকপুরে থেকেছিলেন অনেকদিন। তার বাড়ি এখনও আছে বারাকপুরের চিড়িয়ামোড়ে। সেখানে এখনও বাস করেন তাঁর উত্তর প্রজন্মরা। বিভূতিভূষণের পুত্রবধূ বারাকপুরের প্রশাসক কমিটির সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান। এরপরেই তিনি আশ্বাস দেন, যথাযথভাবে এই কিংবদন্তি সাহিত্যিককে শ্রদ্ধা জানানো হবে। তারপর কয়েকজন অনুগামীকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে ঘটনাস্থলে যান শুভ্রকান্তি। নিজের হাতেই মূর্তি পরিষ্কার করে মাল্যদান করেন। এই ঘটনায় খুশি বিভূতিভূষণের উত্তরসূরীরা। কিন্তু প্রশ্ন উঠছে, একজন স্বনামধন্য সাহিত্যিক যিনি বারাকপুরের বাসিন্দা ছিলেন দীর্ঘদিন। তাঁর জন্মদিন পালনে এত উদাসীনতা কেন দেখালো পুরো বোর্ড।

আরও পড়ুন-শোভনকে ল্যাম্পপোস্ট-থাম, অভিনেতা বলে কটাক্ষ করলেন দলের নেতা তথাগত!

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version