পুজোর আগে কৃষক-মৎস্যজীবীদের জন্য “কল্পতরু” মমতা!

ফের “কল্পতরু” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর আগেই রাজ্যের কৃষক ও মৎস্যজীবীদের হাতে পেনশন তুলে দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলার অর্থনীতির মেরুদণ্ড

কৃষক ও মৎস্যজীবীরা। তাই উৎসবের মরশুমে সবার মুখে যাতে হাসি ফোটে, তাই সরকারের সিদ্ধান্ত কৃষক ও মৎস্যজীবীদের পুজোর আগেই অগ্রিম পেনশন দেওয়া হবে।

এদিকে মাত্র দু’মাসে রাজ্যজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছে “জল স্বপ্ন” প্রকল্প। এই দু’মাসে প্রায় সাড়ে ৩ লক্ষ বাড়িতে কলের জলের সংযোগ দেওয়া হয়েছে। অক্টোবর মাস থেকে দিনে ২০ হাজার বাড়িতে জলের কল বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ২০২১-এর মার্চের মধ্যে ৩০ লক্ষ বাড়িতে এই জলের কলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য সরকারের।

আরও পড়ুন- বাংলাদেশ থেকে দেড় হাজার টন ইলিশ আসছে কলকাতায়

Previous articleবাংলাদেশ থেকে দেড় হাজার টন ইলিশ আসছে কলকাতায়
Next articleউর্দি ছেড়ে পুলিশকে সবজি বিক্রি করার নিদান দিলীপের