Wednesday, August 27, 2025

কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না ভাইরাস সংক্রমণ। গত এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের শীর্ষে ভারত। এ বছরের শুরুর দিকেই দেশে প্রথম ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। সেই সময় দেশের সবথেকে বড় করোনা হাসপাতাল তৈরি করে নজির গড়েছিল কর্নাটক সরকার। কিন্তু সেই হাসপাতালেই এবার তালা ঝোলানো হলো।

দেশ জুড়ে সংক্রমণ বাড়তে থাকলেও, ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে কর্নাটক। ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। তাই ১০ হাজার বেডের কোভিড হাসপাতালে তালা লাগানোর সিদ্ধান্ত নিল বিএস ইয়েদুরাপ্পা সরকার। শনিবার কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। উপসর্গহীন ও মৃদু উপসর্গ রোগীদের জন্য ওই কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছিল। এক সময় প্রায় ন’হাজার রোগী ভর্তি ছিলেন সেখানে। সংখ্যা কমতে কমতে এখন দাঁড়িয়েছে ১০০-র কম।

শনিবারের ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কোভিড হাসপাতালের বেড, অক্সিজেন ও জল সরবরাহের সব কাঠামো অন্য সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হস্টেলে ২ হাজার ৫০০ আসবাবপত্র দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে হর্টিকালচার ইউনিভার্সিটি, মাইনরিটি ওয়েলফেয়ার হসপিটাল, বেঙ্গালুরু জিকেভিকে-কে আসবাব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা নিজে ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে দিন ১৫ আগে কাজে যোগ দিয়েছেন তিনি। একটা সময় কর্ণাটক ছিল দেশের অন্যতম হটস্পট রাজ্য। অনেকের মতে, দেরিতে হলেও ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার। দেশে যেভাবে উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেই অবস্থায় রাজ্যের ঘুরে দাঁড়ানোতে আশার আলো দেখছেন দেশবাসী।

আরও পড়ুন-প্রাক্তন RJD নেতা রঘুবংশ প্রসাদ সিং প্রয়াত

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version