Monday, August 25, 2025

বিহারের প্রবীণ রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এবং প্রাক্তন RJD নেতা রঘুবংশ প্রসাদ সিং রবিবার সকালে দিল্লির AIIMS-এ প্রয়াত হলেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

গত জুন মাসে রঘুবংশ প্রসাদ সিং করোনা- আক্রান্ত হন৷ তখন তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিলো। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে শরীরে নানা জটিলতা দেখা দেয়৷ শনিবার রাতে তাঁর অবস্থার যথেষ্ট অবনতি হওয়ায় ফের তাঁকে AIIMS- এ ভর্তি করা হয়৷ ভেন্টিলেটরেই রাখা হয়েছিলো বর্ষীয়ান এই নেতাকে৷। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দীর্ঘদিনের সহযোগী, রাজ্যের বৈশালী নির্বাচনী এলাকার জন- প্রতিনিধি তিনি ছিলেন৷ কংগ্রেস নেতৃত্বাধীন UPA-এক সরকারের কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীও ছিলেন৷ প্রায় চার দশকের রাজনীতিবিদ রঘুবংশ প্রসাদ সিং দেশের গ্রামীণ ও কৃষি ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন৷ NREGA বা জাতীয় গ্রামীণ নিশ্চয়তা কর্মসংস্থান আইনের ধারণা ও বাস্তবায়নের কৃতিত্ব তাঁরই৷

শুক্রবারই সকলকে চমকে দিয়ে রঘুবংশ প্রসাদ সিং RJD থেকে পদত্যাগ করে চিঠি দিয়েছিলেন৷ লালুপ্রসাদ যাদবকে লেখা এই চিঠিতে তিনি বলেন,
“প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজতান্ত্রিক আইকন কর্পূরী ঠাকুরের মৃত্যুর পর, আমি ৩২ বছর ধরে আপনার পাশে ছিলাম, কিন্তু আর নয়৷ আমি
দলের কাছ থেকে ভালবাসা এবং সমর্থন পেয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করুন৷”
এই চিঠি পেয়ে লালু যাদব পরিষ্কারভাবেই জানিয়েছিলেন, তিনি তাঁর পুরনো বন্ধুকে এত সহজে ছাড়ছেন না৷ এবং লালুপ্রসাদও উত্তরে বলেন, “প্রিয় রঘুবংশবাবু, আপনার একটি চিঠি মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না৷ আপনি ভালো হয়ে হবে, তারপর আমরা বসে কথা বলবো। আপনি কোথাও যাচ্ছ না , এটা জেনে রাখুন”।

কিন্তু লালুপ্রসাদ যাদবের কথা না রেখে না-ফেরার দেশেই চলে গেলেন রঘুবংশ প্রসাদ সিং৷

আরও পড়ুন-‘নিউ নর্মাল’ জমানায় কাল থেকে কী কী থাকছে সংসদের অধিবেশনে?

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version