Thursday, August 21, 2025

একসঙ্গে বসে মাদক সেবন! রিয়া-সুশান্তের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

Date:

মাদকযোগের অভিযোগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। রিয়ার গ্রেফতারির পর অভিনেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। এবার ভাইরাল হলো একসঙ্গে মাদক সেবনের ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , একটি পার্টিতে রিয়া, সুশান্ত সিং রাজপুত এবং আরও বেশ কয়েকজন গান গাইছেন। যিনি ভিডিওটি শ্যুট করছেন, তিনি সুশান্তের কাছে জানতে চাইছেন অভিনেতা মাদক খাচ্ছেন কি না? উত্তরে তিনি জানান, মাদক সেবন করছেন না। উত্তরে আরও বলেন, এটা ভিডিওর একটি বিশেষ এফেক্ট, যার মাধ্যমে সিনেমায় সিগারেট থেকে ধোয়া বের হওয়ার দৃশ্য দেখানো হয়। কিন্তু ওই ভিডিওতে রিয়া চক্রবর্তী বলেন, তিনি ‘রোলড সিগারেট’ খাচ্ছেন। ওই ভিডিওতে ভজন গাইতে শোনা যায় সুশান্ত সিং রাজপুতকে।

টানা ৩ দিন জেরার পর মঙ্গলবার নারকোটিক কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। ওইদিনই প্রথম দফার জামিনের আর্জি খারিজ হয়ে যায়। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। এদিকে পুরনো এই ভিডিও সামনে আসায় ফের সুশান্তের ভূমিকা প্রশ্নের মুখে। বেঁচে থাকলে গ্রেফতারির মুখে সুশান্ত পড়তেন, এমন কথাও বলছেন কেউ কেউ। অনেকের আবার প্রশ্ন, সুশান্ত কি সত্যিই অবসাদে ভুগছিলেন? নাকি তাঁকে নিয়মিত মাদক দিয়ে অবসাদগ্রস্ত করে তোলা হচ্ছিল ?

মাদকযোগের অভিযোগে রিয়া, সৌভিক সহ ৯ জনকে গ্রেফতার করেছে এনসিবি। এই তালিকায় নাম আছে সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও অভিনেতার রাঁধুনী নীরজের। বৃহস্পতিবার ফের দ্বিতীয় জামিনের আবেদন করেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। ওই আবেদনে বলা হয়, “রিয়া অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে।” একইসঙ্গে রিয়ার ভাই সৌভিকের জামিনের আর্জি জানানো হয়। কিন্তু দুজনের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আপাতত অভিনেত্রীর ঠিকানা মুম্বইয়ের বাইকুল্লা জেল।

আরও পড়ুন-ভাইরাল নেশাগ্রস্ত সুশান্তের ভিডিও, রিয়ার পুরনো টুইট ঘিরে শোরগোল নেট পাড়ায়

Related articles

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...
Exit mobile version