সংক্রমণ রুখতে সংসদের ক্যান্টিনে এবার রান্না করা খাবারের বদলে ফুড প্যাকেটের ব্যবস্থা

কোভিড মহামারি পরিস্থিতিতে সব রকম স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কাল সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দিনের প্রথম অর্ধে রাজ্যসভা ও দ্বিতীয়ার্ধে লোকসভার অধিবেশন চলবে। তবে প্রতিবারের মত এবার আর সংসদের ক্যান্টিনে সাংসদের খাবার রান্না করে পরিবেশন করার বন্দোবস্ত থাকবে না। কারণ, সেই করোনা। সংক্রমণ ঠেকাতে সাংসদদের জন্য এবার ফুড প্যাকেটের ব্যবস্থা করা হচ্ছে। ব্রেকফাস্ট ও লাঞ্চ দুইই আসবে প্যাকেটবন্দি হয়ে। লাঞ্চে ভেজ, নন ভেজ, সাউথ ইন্ডিয়ান অথবা কন্টিনেন্টাল সব রকম ফুড প্যাকেটেরই ব্যবস্থা থাকছে। সংসদের কিচেন ও ক্যান্টিন বারবার জীবাণুমুক্ত করা হবে। প্যাকেটবন্দি খাবারের গুণমান বজায় রাখার উপরেও জোর দিয়েছে সংসদের সচিবালয়।