কঙ্গোনা কাণ্ডে অক্ষয়কে টার্গেট করলেন এবার সঞ্জয় রাউত

এবার কঙ্গোনা কাণ্ডে অক্ষয় কুমারক টার্গেট করল শিবসেনা। দলের মুখপাত্র সঞ্জয় রাউতের প্রশ্ন, কেন অক্ষয় এখন চুপ? কেন কোনও মন্তব্য করছেন না। মহারাষ্ট্রের বদনাম, মহারাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের তুলনা টানার পরেও তিনি কেন চুপ? সঞ্জয়ের প্ররোচনামূলক কথার উত্তর অবশ্য দেননি খিলাড়ই নাম্বার ওয়ান।

অন্যদিকে কঙ্গোনা রবিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন। সে প্রসঙ্গে সঞ্জয় বলেন, এখন আমরা কঙ্গোনার নাম নেওয়াই বন্ধ করে দিয়েছি। তারমানে এই নয়, আমরা চোখ-কান বন্ধ রেখেছি। কারা কোথায় কী বলছে, কী করছে, কী বলছে, সব লক্ষ্য রাখছি। আমাদের মহান রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করে কেউ সফল হয়নি, হবে না।