Friday, August 22, 2025

একসঙ্গে বসে মাদক সেবন! রিয়া-সুশান্তের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

Date:

মাদকযোগের অভিযোগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। রিয়ার গ্রেফতারির পর অভিনেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। এবার ভাইরাল হলো একসঙ্গে মাদক সেবনের ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , একটি পার্টিতে রিয়া, সুশান্ত সিং রাজপুত এবং আরও বেশ কয়েকজন গান গাইছেন। যিনি ভিডিওটি শ্যুট করছেন, তিনি সুশান্তের কাছে জানতে চাইছেন অভিনেতা মাদক খাচ্ছেন কি না? উত্তরে তিনি জানান, মাদক সেবন করছেন না। উত্তরে আরও বলেন, এটা ভিডিওর একটি বিশেষ এফেক্ট, যার মাধ্যমে সিনেমায় সিগারেট থেকে ধোয়া বের হওয়ার দৃশ্য দেখানো হয়। কিন্তু ওই ভিডিওতে রিয়া চক্রবর্তী বলেন, তিনি ‘রোলড সিগারেট’ খাচ্ছেন। ওই ভিডিওতে ভজন গাইতে শোনা যায় সুশান্ত সিং রাজপুতকে।

টানা ৩ দিন জেরার পর মঙ্গলবার নারকোটিক কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। ওইদিনই প্রথম দফার জামিনের আর্জি খারিজ হয়ে যায়। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। এদিকে পুরনো এই ভিডিও সামনে আসায় ফের সুশান্তের ভূমিকা প্রশ্নের মুখে। বেঁচে থাকলে গ্রেফতারির মুখে সুশান্ত পড়তেন, এমন কথাও বলছেন কেউ কেউ। অনেকের আবার প্রশ্ন, সুশান্ত কি সত্যিই অবসাদে ভুগছিলেন? নাকি তাঁকে নিয়মিত মাদক দিয়ে অবসাদগ্রস্ত করে তোলা হচ্ছিল ?

মাদকযোগের অভিযোগে রিয়া, সৌভিক সহ ৯ জনকে গ্রেফতার করেছে এনসিবি। এই তালিকায় নাম আছে সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও অভিনেতার রাঁধুনী নীরজের। বৃহস্পতিবার ফের দ্বিতীয় জামিনের আবেদন করেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। ওই আবেদনে বলা হয়, “রিয়া অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে।” একইসঙ্গে রিয়ার ভাই সৌভিকের জামিনের আর্জি জানানো হয়। কিন্তু দুজনের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আপাতত অভিনেত্রীর ঠিকানা মুম্বইয়ের বাইকুল্লা জেল।

আরও পড়ুন-ভাইরাল নেশাগ্রস্ত সুশান্তের ভিডিও, রিয়ার পুরনো টুইট ঘিরে শোরগোল নেট পাড়ায়

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version