Tuesday, November 4, 2025

ব্যাপক ভাঙন গেরুয়া শিবিরে! বেহালায় তৃণমূলের বিক্ষোভ সমাবেশ যেন দলবদলের মঞ্চ

Date:

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ, সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। জিএসটি’র পাওনা টাকার দাবি, সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ-এর বিরোধিতা-সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে বেহালায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হল।

তবে এই বিক্ষোভ কর্মসূচি হয়ে উঠল দলবদলের মঞ্চ। এদিন বিজেপি-সহ বিরোধী দলগুলি থেকে প্রায় ৭০০ জন নেতা-কর্মী তৃণমূলে যোগ দিলেন। তাঁদের সঙ্গে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিরোধী দল থেকে আসা নেতাদের মধ্যে এদিন সবচেয়ে বড় চমক ছিল সন্দীপ রায়। যিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক বলেই এলাকায় পরিচিত। তাঁর সঙ্গে প্রায় ৫০০ বিজেপি কর্মী-সমর্থক এদিন তৃণমূলে যোগ দিলেন। যাঁদের মধ্যে একজন আবার বিজেপির মন্ডল সভাপতি। এছাড়াও সিপিএম থেকে অনেকে যোগ দিলেন শাসক শিবিরে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৭০০-এর কাছাকাছি।

দলবদলের পর এরা প্রত্যেকেই জানিয়েছেন, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাঁদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।

আরও পড়ুন-ভোটের মুখে তৃণমূলের ‘হিন্দি সেল’

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version