ফের ঠাকরেকে ঠুকে কঙ্গনা : মনে হচ্ছে যেন এবারের মতো বেঁচে গেলাম!

মুম্বই ছেড়ে জন্মস্থান হিমাচলে ফিরলেন কঙ্গনা রানাওয়াত। আর ফিরেই বললেন, এখানে আমার আর নিরাপত্তার প্রয়োজন পড়ছে না। তার আগে চণ্ডীগড় বিমানবন্দরে দাঁড়িয়ে অভিনেত্রীর মন্তব্য, মনে হচ্ছে, এবার বেঁচে গেলাম।

মুম্বই নিয়ে বিতর্কিত মন্তব্য করতে এদিনও পিছপা হননি কঙ্গনা। বলেন, একটা সময় মুম্বই ছিল আমার কাছে মায়ের আঁচলের মতো। আর আজ, প্রাণ হাতে করে ফিরতে হলো সেখান থেকে। শিবসেনা এখন সোনিয়া সেনা  আতঙ্ক ছড়াচ্ছে চতুর্দিকে।

কঙ্গনা বনাম শিবসেনা লড়াই রীতিমতো চমকে দেওয়ার মতো। সব বিতর্ককে ছাড়িয়ে সেটাই ছিল টক অফ দ্য টাউন। মুম্বই পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে ট্যুইট যুদ্ধ বাধে কঙ্গনার। সঞ্জয় তাঁকে গালাগালি দিলে পাল্টা কঙ্গনা বলেন, মুম্বই যেন পাক-অধিকৃত কাশ্মীর। পরে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে তুই-তুকারি পর্যন্ত করেন।

কঙ্গনার পাশে দাঁড়ায় বিজেপি। এমনকী মহারাষ্ট্র করোনি সেনাও। দেওয়া হয় ‘ওয়াই’ ক্যাটেগরি নিরাপত্তা। শিবসেনা ভেঙে দেয় কঙ্গোনার অবৈধ অফিস। গতকাল কঙ্গনা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। আর আজ হরিয়ানা হয়ে ফেরেন হিমাচলে নিজের বাংলোতে।

আরও পড়ুন-“রানি লক্ষ্মীবাঈ কঙ্গনা, তাহলে কি বিবেক ওবেরয় প্রধানমন্ত্রী?” প্রশ্ন প্রকাশ রাজের

Previous articleভাইরাস আক্রান্তকে হাসপাতালে পৌঁছনো, মৃতদেহ সৎকার, নিজেই সামলাচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট
Next article৩ বছরে রোজগার ২ কোটি, পথ দেখাচ্ছে দুই বান্ধবীর যৌথ প্রয়াস