Thursday, August 28, 2025

করোনা বিশ্ব মহামারির পরিস্থিতিতে নজিরবিহীন স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। করোনা স্বাস্থ্য বিধির কারণে যেহেতু ব্যাপক কড়াকড়ি ও সামাজিক দূরত্ব বিধি মেনে বিপুল আয়োজন করতে হচ্ছে, তাই বিশেষ পরিস্থিতিতে এবার আর অধিবেশনের প্রথমদিন শুধু শোকপ্রকাশের প্রস্তাবের পর মুলতুবি হবে না সংসদ। ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের প্রয়াণে শোক ও শ্রদ্ধা জানিয়ে প্রথামাফিক প্রস্তাব গ্রহণের পর নির্ধারিত পুরো সময়ের জন্যই অধিবেশন চলবে। বিশেষ পরিস্থিতিতে এবার আর প্রথম দিনটিতে সর্বদল বৈঠকও করা হচ্ছে না। দূরত্ব বিধি মেনে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে সংসদের বিভিন্ন জায়গায় সাংসদদের বসার ব্যবস্থা করা হচ্ছে, তাই দিনের দুটি অর্ধে ভাগ করে লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের সময় নির্দিষ্ট হয়েছে।

অধিবেশনের প্রথমদিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন। এনডিএর প্রার্থী ও জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংয়ের বিরুদ্ধে বিরোধীদের প্রার্থী হয়েছেন আরজেডি সাংসদ মনোজ ঝা। যদিও সমর্থন ও সংখ্যার বিচারে জেতার মুখে বিজেপি জোটের প্রার্থী হরিবংশই। রাজ্যসভায় নির্বাচন পর্ব থাকায় প্রথমদিন লোকসভার অধিবেশন চলবে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত। আর রাজ্যসভা বসবে বিকেল ৩ টেয় ও চলবে সন্ধে ৭ টা পর্যন্ত। তবে কাল থেকে বাকি দিনগুলোতে রাজ্যসভার অধিবেশন চলবে সকাল ৯ টা থেকে দুপুর ১টা এবং লোকসভার অধিবেশন চলবে দুপুর ৩ টে থেকে সন্ধে ৭ টা পর্যন্ত।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version