৩৮ অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়েছে ৫ বছরে! সংসদে জানাল কেন্দ্র

শুধু বিজয় মালিয়া, নীরব মোদি বা চোকসি নয়, বিজেপি সরকারের আমলে মোট ৩৮ জন অর্থনৈতিক-অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে৷ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সংসদে এই তথ্য পেশ করে জানিয়েছেন, ব্যাঙ্ক ঋণের টাকা না মিটিয়ে গত ৫ বছরে ৩৮ জন অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে। ২০১৫-র ১ জানুয়ারি থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বর মধ্যে এই ঘটনা ঘটেছে। এই তালিকায় বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসিরা আছে৷ CBI তাদের বিরুদ্ধে মামলা করেছে। রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে ২০ জনের বিরুদ্ধে৷ ব্যাঙ্কগুলি উদ্ধার করতে পেরেছে ৭৬৫৪ কোটি টাকা৷

আরও পড়ুন-রাষ্ট্রপুঞ্জের মহিলা কমিশনের ভোটে ভারতের কাছে খড়কুটোর মতো উড়ে গেল চিন