রাজনৈতিক হিংসায় মৃত কর্মীদের উদ্দেশ্যে বুধবার তর্পণ বিজেপির

বাগবাজার গঙ্গার ঘাটে ‘শহিদ’ কর্মীদের উদ্দেশে তর্পণ করবে বঙ্গ-বিজেপি৷ আগামীকাল, বুধবার রাজ্যে রাজনৈতিক হিংসায় মৃত দলীয় কর্মীদের পরিজনদের নিয়ে হবে এই তর্পণের অনুষ্ঠান ৷ করোনা-কারনে এবার এই অনুষ্ঠান হবে খুবই ছোট আকারে৷ এই তর্পণে থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ-সহ রাজ্যের শীর্ষ নেতারা৷ সংসদের অধিবেশন চলার কারণে সভাপতি দিলীপ ঘোষ-সহ দলীয় সাংসদদের উপস্থিত থাকার সম্ভাবনা কম। তবে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

২০১৯- এর মহালয়ায় শতাধিক শহিদ পরিবারকে কলকাতার বাগবাজার ঘাটে এনে তর্পণের আয়োজন করেছিল বঙ্গ বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দলের বর্তমান সভাপতি জে পি নাড্ডা।

করোনা- বিধির কারনে ভিড় এড়াতে মহালয়ার আগের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বিজেপির এই তর্পন-কর্মসূচি পালন করা হবে। রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে দলীয় যে সব কর্মী শহিদ হয়েছেন, তাদের পরিজনদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে নিয়ে আসা হবে৷ কোভিড- বিধি মেনেই বাদ রাখা হচ্ছে উত্তরবঙ্গকে৷

আরও পড়ুন-হুমকি দেওয়ার অভিযোগ: অনুব্রতর বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির

Previous article৩৮ অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়েছে ৫ বছরে! সংসদে জানাল কেন্দ্র
Next articleBreaking : অতিমারি পরিস্থিতিতে প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী