৩৮ অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়েছে ৫ বছরে! সংসদে জানাল কেন্দ্র

শুধু বিজয় মালিয়া, নীরব মোদি বা চোকসি নয়, বিজেপি সরকারের আমলে মোট ৩৮ জন অর্থনৈতিক-অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে৷ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সংসদে এই তথ্য পেশ করে জানিয়েছেন, ব্যাঙ্ক ঋণের টাকা না মিটিয়ে গত ৫ বছরে ৩৮ জন অর্থনৈতিক অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে। ২০১৫-র ১ জানুয়ারি থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বর মধ্যে এই ঘটনা ঘটেছে। এই তালিকায় বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসিরা আছে৷ CBI তাদের বিরুদ্ধে মামলা করেছে। রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে ২০ জনের বিরুদ্ধে৷ ব্যাঙ্কগুলি উদ্ধার করতে পেরেছে ৭৬৫৪ কোটি টাকা৷

আরও পড়ুন-রাষ্ট্রপুঞ্জের মহিলা কমিশনের ভোটে ভারতের কাছে খড়কুটোর মতো উড়ে গেল চিন

Previous articleআমহার্স্ট স্ট্রিট পুলিশ কোয়ার্টারের ১৪তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী
Next articleরাজনৈতিক হিংসায় মৃত কর্মীদের উদ্দেশ্যে বুধবার তর্পণ বিজেপির