সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কখনও কখনও আগের ২৪ ঘন্টার রেকর্ড ভেঙে দিচ্ছে পরের ২৪ ঘন্টার রেকর্ড।

এবার রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু ৪ হাজার ছাড়াল। মৃতদের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫৯ জন করোনা রোগীর। অন্যদিকে, গত ২৪ ঘণ্টাতে ৩,২২৭ জনের শরীরে নতুন করে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৯ হাজার ১৪৬ জন। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৩,৯৪২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৯১৯ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৮১,১৪২ জন।

আরও পড়ুন- বিএনপি চেয়ারপার্সন খালেদার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস
