Thursday, August 21, 2025

‘ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করার ষড়যন্ত্র চলছে’, রাজ্যসভায় কঙ্গনাকে ধুইয়ে দিলেন জয়া বচ্চন

Date:

Share post:

রাজ্যসভায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে কার্যত ধুইয়ে দিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। জয়ার তোপের নিশানায় ছিলেন বিজেপি সাংসদ রবি কিষণও৷

সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে জিরো আওয়ারে বক্তব্য রাখতে উঠে জয়া বচ্চন কঙ্গনার মন্তব্যের তীব্র নিন্দা করেন৷ জয়া বচ্চন বলেন, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করার ষড়যন্ত্র চলছে। এটা লজ্জার।”
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের ড্রাগ-যোগের বিষয়টি উঠে আসায় একাধিক অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে আঙুল উঠেছে। তা নিয়েই এ দিন জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিনোদন জগতের মানুষরা সোশ্যাল মিডিয়ায় ভর্ৎসনার শিকার হচ্ছেন। মাত্র কয়েকজনের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে কেউ কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। যারা এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বলেই নাম কামিয়েছেন, তাঁরাই এখন একে নর্দমা বলছেন। আমি এর সঙ্গে একেবারেই সহমত নই। আশা করব, এই ধরনের লোকেদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।”
প্রসঙ্গত, দিনকয়েক আগে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘গটর’ বা নর্দমা’র সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ মানুষই মাদকের সঙ্গে জড়িয়ে রয়েছেন।

এদিন একই ইস্যুতে কঙ্গনার পাশাপাশি বিজেপি সাংসদ রবি কিষণের বিরুদ্ধেও তোপ দাগেন জয়া বচ্চন। তিনি আক্রমণাত্মক সুরে বলেন, “আমি লজ্জিত যে আমাদের লোকসভার এক সদস্য, যিনি নিজেই ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক, তিনিও ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলেছেন। এটা লজ্জার।” সোমবার বিজেপি সাংসদ রবি কিষণ বলেছিলেন, “দেশের যুব সম্প্রদায়কে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী দেশগুলিও এতে যুক্ত৷ প্রতি বছর চিন ও পাকিস্তান থেকে এদেশে মাদক পাচার করা হচ্ছে। পঞ্জাব ও নেপালের মধ্যে দিয়ে মাদক আসছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও মাদকাসক্তি রয়েছে। অনেককেই ধরা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলব কেন্দ্রীয় সরকারকে।”

আরও পড়ুন-উমরকে জেরা করতে ১১ লক্ষ পাতার নথি তৈরি, প্রস্তুতি তুঙ্গে দিল্লি পুলিশের

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...