Monday, May 19, 2025

মডেল সোনিকার মৃত্যু: অভিনেতা বিক্রমের বিচার হবে অনিচ্ছাকৃত খুনের অপরাধে

Date:

Share post:

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারক। মডেল সোনিকা সিং-এর মৃত্যুর প্রায় সাড়ে ৩ বছর পর মঙ্গলবার এই মামলার চার্জ গঠন করলো আদালত। এই চার্জের ভিত্তিতেই পুজোর পর থেকেই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বলে বিচারক জানিয়েছেন।

প্রায় সাড়ে ৩ বছর আগে ২০১৭ সালের ২৯ এপ্রিল, রাসবিহারী অ্যাভেনিউয়ের একটি দোকানের সামনে থাকা এক বাতিস্তম্ভে প্রবল বেগে ধাক্কা মারে একটি গাড়ি। ওই গাড়ির চালক ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ পাশের সিটে ছিলেন মডেল সোনিকা সিং চৌহান৷ একটি পার্টি থেকে ফিরছিলেন বিক্রম এবং সোনিকা। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান সোনিকা। বিক্রমই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই সোনিকার মৃত্যু হয়৷ ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক পরীক্ষায় পুলিশ জানতে পারে, প্রায় ১০০ কিলোমিটার বেগে ওই দিন গাড়িটি ধাক্কা মেরেছিল। অভিযোগ করা হয়, মত্ত ছিলেন বিক্রম। কলকাতা পুলিশ যে চার্জশিট পেশ করেছে, তাতে বিক্রমকেই দায়ী করা হয়েছে দুর্ঘটনার জন্য। চার্জশিটে বলা হয়েছে, শহরের সংকীর্ণ রাস্তায় এত জোরে গাড়ি চালালে যে বড় দুর্ঘটনা ঘটতে পারে৷ এটুকু বোঝার ক্ষমতা ছিল বিক্রমের। কিন্তু তিনি জেনেশুনে ওই গতিতে গাড়ি চালিয়েছেন এবং দুর্ঘটনা ঘটিয়েছেন। যা অনিচ্ছাকৃত খুনেরই সমান।
মঙ্গলবার আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা জজ পুষ্পল শতপথি সরকারি আইনজীবী এবং বিক্রমের আইনজীবীর সওয়াল-জবাব শুনে অনিচ্ছাকৃত খুনের মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-দীর্ঘদিন ধরে ‘অশ্লীল’ মেসেজ শ্রাবন্তীর কাছে, বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ অভিনেত্রীর

spot_img

Related articles

জল থৈ থৈ বেঙ্গালুরু, প্রাক-বর্ষায় সুখবর বাংলাতেও

বর্ষার আগেই ঘূর্ণাবর্তের দাপটে নাজেহাল দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে টানা তিন দিন বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরুসহ...

কুণাল-সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি কলকাতা হাই কোর্টের

অবমাননা মামলায় রুল জারি করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তিন বিচারপতির বেঞ্চ। সোমবার, শুনানিতে যেহেতু কুণাল ঘোষ-সহ...

আর জি করের ধাঁচে ক্রাউড ফান্ডিং! ৮ কোটির হিসাব নেই শিক্ষকদের কাছে

চাকরিহারাদের আন্দোলনেও সেই আরজি কর স্টাইল। একইরকমভাবে ক্রাউড ফান্ডিং (crowd funding) করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করতে ময়দানে...

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে...