Monday, August 25, 2025

চাপে অর্জুন সিং, ১৩ কোটি টাকার দুর্নীতিতে ভাটপাড়া সমবায় ব্যাংকের কর্তা ধৃত

Date:

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কপালের ভাঁজ বাড়িয়ে ১৩ কোটি টাকার দুর্নীতির দায়ে গ্রেফতার করা হল ভাটপাড়া– নৈহাটি সমবায় ব্যাংকের এক কর্তাকে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকেও গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেট৷

দিন কয়েক আগে ১৩ কোটি টাকা ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। আর এবার ঋণ- দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাংকের এক কর্তাকে। এখানে ঋণের অঙ্ক সেই ১৩ কোটিই৷

দু’ বছর আগে ভাটপাড়া– নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকার ঋণ বেআইনিভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সমবায় ব্যাঙ্কের কর্তাদের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, ২০১৮ সালের অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। কিন্তু সেই টাকা চলে যায় অন্য একটি অ্যাকাউন্টে। এই বেআইনি লেনদেনে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন CEO চন্দ্রনাথ ভট্টাচার্যের।

রবিবার চন্দ্রনাথ ভট্টাচার্য ও খড়দার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের. গোয়েন্দারা৷

আর এই দুর্নীতিতেই নাম উঠে আসে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অর্জুনের বিরুদ্ধেও একই অভিযোগ, ১৩ কোটি টাকা তিনি ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এই অর্থ ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং। যদিও তাঁর এই দাবি খুবই দুর্বল৷ কারণ সরকারি বিধি লঙ্ঘন করেই এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিলো৷ এ বিষয়ে বেশ কিছু নথি জোগাড় করেছে পুলিশ৷ এই ঘটনায় অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ সিং-এর বিরুদ্ধে FIR দায়ের করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
গত কয়েকমাস ধরেই পুলিশের সঙ্গে দড়ি টানাটানি চলছে সাংসদ অর্জুন সিংয়ের। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগও তুলেছেন তিনি।

ওদিকে, অর্জুন সিংয়ের শ্যামনগরের পেট্রল পাম্পেও EB তল্লাশি চালিয়েছে এবং পেট্রল পাম্প থেকে নথি ও নমুনা সংগ্রহ করেছে৷

ওই দুর্নীতিতে’ দুজন গ্রেফতার হওয়ায় অর্জুন সিং চাপে পড়লেন৷ তাঁর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আর সত্যিই দুর্নীতির দায়ে
গ্রেফতার হলেও বিজেপি যথারীতি ‘প্রতিহিংসা’ তত্ত্ব সামনে এনে শোরগোলও তুলবে৷

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version