Thursday, August 28, 2025

গভীর ঘুমের মাঝেই প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সদাশিব পাটিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর ।
কোলাপুর জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন আধিকারিক রমেশ কদম জানিয়েছেন,
সদাশিব পাটিল কোলাপুরের রুইকর কলোনিতে নিজের বাড়িতে মঙ্গলবার গভীর ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ৫০, ৬০ এর দশকে ক্রিকেট খেলতেন। জোরে বোলিং ছিল তার সম্পদ। অলরাউন্ডার সদাশিব পাটিল ১৯৫৫ তে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। যদিও তিনি এরপর দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। পাটিল ১৯৫২ থেকে ১৯৬৪-র মধ্যে মহারাষ্ট্রের হয়ে ৩৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৮৬৬ রান করা ছাড়াও ৮৩টি উইকেট নিয়েছেন। তিনি রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের অধিনায়কও ছিলেন।
BCCI-এর তরফে বলা হয়েছে, ‘মহারাষ্ট্রের হয়ে ১৯৫২-৫৩ ডেবিউ সেশনেই মিডিয়াম পেসার পাতিল চমক দেখিয়েছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে একটা ম্যাচে ডোমেস্টিক চ্যাম্পিয়নদের মাত্র ১১২ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি।’
১৯৫৯ এবং ১৯৬১ সালের মধ্যে ল্যাঙ্কাশায়ারের হয়ে মোট ৫২টি ম্যাচ খেলে ১১১টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version