Thursday, January 8, 2026

স্বস্তির খবর! দেশে ফের শুরু অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

Date:

Share post:

দেশবাসীর জন্য খানিকটা স্বস্তির খবর। ভারতে ফের শুরু অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের ট্রায়াল। আজ, বুধবার থেকে ওই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের শুরু করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ট্রায়াল শুরুর ছাড়পত্রও দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

প্রসঙ্গত, গত ৮ অগাস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি‌ ‘কোভিশিল্ড’ করোনা প্রতিষেধক তৃতীয় স্তরের ট্রায়াল হঠাৎ বন্ধ হয়ে যায়। এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেনে এর ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়। সেখানে বন্ধ হয়ে গেলেও সেরাম ইনস্টিটিউট মানবদেহে ভ্যাকসিনের ট্রায়াল’ বন্ধ করতে চাইনি ভারতে। এরপর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া শো-কজ নোটিশ পাঠায় তাদের কাছে। জানতে চায় , কেন তারা প্রতিকূলতার কথা জেনেও পরীক্ষা বন্ধ করেনি। কেন তারা এই পরীক্ষায় আগ্রহী? ঠিক সেই সময়ই মত বদল করে ‘কোভিশিল্ড’এর পরীক্ষা দেশে বন্ধ করে দেওয়া হয়।

এরপর ফের আজ থেকে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল’ শুরু করছে সেরাম ইনস্টিটিউট।

ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া একটি চিঠি দিয়েছে সেরাম ইনস্টিটিউটকে। জানিয়েছে, নতুন ড্রাগস অফ ক্লিনিক্যাল ট্রিয়াল আইন মেনে সবরকম নিরাপত্তার সঙ্গে সম্ভাব্য ভ্যাকসিনের শুরু করতে পারে সেরাম।

ব্রিটেনে অক্সফোর্ড ভ্যাকসিনের মানবদেহে ট্রায়ালের ছাড়পত্র আগেই পেয়ে গিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সেখানে ছাড়পত্র পেলেও ভারতের ক্ষেত্রে সেরাম জানিয়েছিল, ড্রাগস কন্ট্রোলার জেনারেল-এর সবুজ সংকেত না পেলে এখানে প্রতিষেধকের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শুরু করা যাবে।

সেরাম ইনস্টিটিউট জানিয়েছিল, সব ঠিক থাকলে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন আসবে চলতি বছরের নভেম্বরেই। এখন ভ্যাকসিন আনার লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত বায়োটেক-এর ‘কোভ্যাকসিন’ এবং জাইডাস ক্যাডিলার ‘জাইকভ ডি’।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন, ভারত বায়োটেক-এর টিকা তৈরি হয়ে যাবে ডিসেম্বরেই। অর্থাৎ টিকাকরণ শুরু করা যাবে ২০২১-এর জানুয়ারি মাস থেকেই।

বিশেষজ্ঞদের কথায়, চলতি বছরের শেষে প্রতিষেধক আসলেও তা গণউৎপাদন করা সম্ভব নয়। তবে টিকার নিরাপত্তা, স্বেচ্ছাসেবীদের ওপর ট্রায়ালের রিপোর্ট সবটাই প্রতিমুহূর্তে বদলে যেতে পারে।

আরও পড়ুন-সংক্রমণের নতুন ঢেউ ইউরোপে? কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...