Saturday, August 23, 2025

আনন্দপুর কাণ্ড: অভিযোগ তোলার আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

আনন্দপুর কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন জানালেন অভিযোগকারিণী। যদিও আদালত সূত্রে খবর, এই আবেদন মঞ্জুর করা হয়নি। অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ঘটনা ৫ সেপ্টেম্বরের। রাতের শহরে আক্রান্ত হন তরুণী।
ফেসবুকে অমিতাভ বসুর সঙ্গে পরিচয় হয় পেশায় ব্যাঙ্ক কর্মী ওই তরুণীর। তদন্তে পুলিশ জানতে পারে অমিতাভ বসু নয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অভিষেক পাণ্ডে। ঘটনার রাতে বাড়ি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে তরুণী অন্য কোথাও নিয়ে চলে যায় অভিযুক্ত। তরুণী প্রতিবাদ করলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে সে। বিপদে পড়ে চিৎকার করতে শুরু করেন ওই তরুণী। রাতের শহরে তরুণীর চিৎকার শুনে তাঁকে সাহায্য করতে এগিয়ে যান নীলাঞ্জনা মুখোপাধ্যায়। অভিযুক্ত অভিষেক পাণ্ডে নীলাঞ্জনার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিষেক পাণ্ডেকে। পরে জানা যায় আগে থেকেই অভিযুক্তর সঙ্গে সম্পর্ক ছিল অভিযোগকারিণীর। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে পুলিশকে অভিযুক্তের নাম ভুল নাম বলেছিলেন ওই তরুণী। বুধবার আদালতে আবেদন জানিয়ে অভিযোগকারিণীর আইনজীবী বলেন, অভিযোগকারিণী ভুল করে অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি চাইছেন এই মামলা তুলে নেওয়া হোক।

বুধবার আদালতে সরকারি পক্ষের আইনজীবীরা বলেন, ইতিমধ্যেই অভিযোগকারিণী তরুণী আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। আহত মহিলার স্বামীও আদালতে গোপন জবানবন্দি দেন। আহত মহিলা নীলাঞ্জনা মুখোপাধ্যায় এখনও অসুস্থ। তিনিও গোপন জবানবন্দি দিতে পারেন। এই অবস্থায় অভিষেক জামিন পেলেন সে সাক্ষীকে প্রভাবিত করতে পারে। দুপক্ষের বক্তব্য শুনে অভিযুক্তকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন-স্নাতকস্তরের পরীক্ষার সূচি প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

spot_img

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...